X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ফেসবুক লাইভে আত্মহত্যার হুমকি দিয়ে কলেজছাত্র নিখোঁজ

চাঁদপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২১, ০০:০৪আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০০:০৪

চাঁদপুরে জয় ঘোষ (২৪) নামে এক কলেজছাত্র ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দিয়ে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৩ আগস্ট) বিকালে ফেসবুক লাইভের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ জয় ঘোষ চাঁদপুর পুরান বাজারের ঘোষপাড়ার সম্ভু নাথ ঘোষের ছেলে। তিনি চাঁদপুর সরকারি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে মাস্টার্সে পড়ছেন। জয় রোটার‌্যাক্ট ক্লাবের সদস্য।

ফেসবুক লাইভে এসে জয় বলেন, ‘সবাই ভালো থাকবেন। কালকে একটা ভিডিও দেখে উদ্বুদ্ধ হলাম। দেখি কোনও একটা গাড়ি ধরে চাঁদে যাওয়া যায় কিনা? যদি ট্যুর শেষে বাড়িতে আসি, সবাই মিলে পোক করতে পারবেন- এই ছেলের কাছে এটি আশা করিনি।’ 

দ্বিতীয় দফায় আবারও ফেসবুক লাইভে এসে ১৮ মিনিট ধরে অনেক কথা বলেন জয়। তিনি বলেন, ‘এভাবে লাইভে আসার কথা ছিল না। ট্রাভেল নিয়ে অনেক পরিকল্পনা ছিল। কিন্তু হলো না। সবাইকে খুব মিস করবো।’

জয় আরও বলেন, ‘আমার এক ছেলে বন্ধুর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। কয়েকদিন আগে তার ছোট একটা কারণে আমি খুব ক্ষতিগ্রস্ত হই। তবে তাকে আমি কিছুই বলিনি। কিছুদিন আগে সে আমাকে বলে, একটা আইফোন দেবে। ভালো থাকুক সব বন্ধু।’

জয় ঘোষের বাবা শম্ভু নাথ ঘোষ বলেন, ‘জয় আমার তিন ছেলের মধ্যে মেজো। ভ্রমণপিপাসু জয় চাঁদপুর সেন্ট্রাল রোটার‌্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি। সে লাইভে আসার পর যোগাযোগ বিচ্ছিন্ন করে নিখোঁজ হয়। আমরা তাকে নিয়ে দুশ্চিন্তায় আছি।’

জয় ঘোষের মা চিনু ঘোষ বলেন, ‘সকালে বের হয়েছিল জয়। বিকালে ফেসবুকে আবোলতাবোল কথা বলে নিখোঁজ হয়। তার ফোনও বন্ধ। কেউ যদি তার খোঁজ পেলে এই মোবাইল (০১৯১০৭১০০৫৬) নম্বরে যোগাযোগের অনুরোধ করছি।’

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, জয়ের স্বজনরা বিষয়টি আমাকে জানানোর পর মোবাইল নম্বর ট্র্যাকিং করে তার অবস্থান পাই শাহরাস্তির রাড়া এলাকায়। এটি তাদের জানিয়েছি। তার নম্বরের লোকেশন বের করে দিয়েছি। তারপরও আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রেখেছি।

/এএম/
সম্পর্কিত
ফেসবুক লাইভে ডা. সংযুক্তা সাহার ‘অনৈতিক’ অবস্থান
পরীক্ষার হল থেকে ছাত্রলীগ নেতার ফেসবুক লাইভ
চিত্রনায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যা
সর্বশেষ খবর
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও