X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মিরপুরে স্টার সিনেপ্লেক্স উদ্বোধন হচ্ছে ২০ আগস্ট

বিনোদন রিপোর্ট
১৬ আগস্ট ২০২১, ১৯:৫৫আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২২:৩১

দেশের অন্যতম আন্তর্জাতিক মানের মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স-এর মিরপুরের দরজা খুলছে ২০ আগস্ট। এমনটাই নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

জানান, মিরপুর ২ নম্বরের সনি সিনেমা হলকে গড়ে তোলা হয়েছে স্টার সিনেপ্লেক্সের নিজস্ব আদলে। এখানে মোট তিনটি স্ক্রিন থাকছে। হলের পরিসর অনুযায়ী আসন সংখ্যা রয়েছে যথাক্রমে ৪০৮, ২২৫ ও ১৩৬। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি-সংবলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। 

তিনি বলেন, ‘মিরপুর ঢাকা শহরের অন্যতম বৃহত্তম এলাকা। এখানকার দর্শকদের সুবিধার কথা ভেবে এই মাল্টিপ্লেক্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে মিরপুরবাসীর সিনেমা দেখার আনন্দে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছি।’ 

ঢাকায় স্টার সিনেপ্লেক্সের চতুর্থ শাখা এটি। জানা গেছে, মিরপুর অঞ্চলের কথা বিবেচনা করে এর টিকিটের মূল্য নির্ধারণ করা হবে। ২০ আগস্ট থেকে সিনেমা প্রদর্শন শুরু হলেও টিকিট সংগ্রহ করা যাবে ১৯ আগস্ট থেকে সরাসরি বা অনলাইনে। সরকারি নির্দেশনা মোতাবেক সব স্বাস্থ্যবিধি মেনে সিনেমা প্রদর্শিত হবে বলে জানান সংশ্লিষ্টরা। 

মিরপুর স্টার সিনেপ্লেক্সের ভেতরের দৃশ্য উল্লেখ্য, ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স ‘স্টার সিনেপ্লেক্স’। হলিউডের ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিত প্রদর্শিত হচ্ছে এখানে। ধানমন্ডির সীমান্ত সম্ভার, মহাখালীর এসকেএস টাওয়ারেও ‘স্টার সিনেপ্লেক্স’-এর দুটি শাখা রয়েছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
ঈদের সিনেমা: হলে কেমন চলছে, দর্শক কী বলছে
ঈদের সিনেমা: হলে কেমন চলছে, দর্শক কী বলছে
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল