X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘আফগানিস্তান নিয়ে ঝুঁকি বেশি, বসে থাকার সময় নেই’

শেখ শাহরিয়ার জামান
১৬ আগস্ট ২০২১, ২২:০০আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৫:৪৫

২০ বছর আগে বিতাড়িত তালেবানরা আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে। রবিবার (১৫ আগস্ট) কাবুলের পতন এবং আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির পলায়নে তালেবানরা দেশটির নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয়েছে বলা যায়। এ প্রেক্ষাপটে বাংলাদেশসহ এই অঞ্চলে জঙ্গিবাদের ঝুঁকি আগের যেকোনও সময়ের চেয়ে বেশি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এগিয়ে আসতে হবে বলে মনে করেন সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। তার মতে, এখন বসে থাকার সময় নেই।

তিনি বলেন, ‘আফগানিস্তান নিয়ে বিভিন্ন ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক সম্প্রদায় হতাশা প্রকাশ করেছে। আমার বিবেচনায় প্রতিবেশী দেশগুলো আফগানিস্তানে প্রভাব বিস্তার করার চেষ্টা না করলেই বরং ভালো ফল দেবে। কারণ, তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করলে এ অঞ্চলে স্থিতিশীলতা আসবে না। সবারই স্বার্থ দেখতে হবে।’

তবে তিনি বলেন, ‘আমরা বসে থাকতে পারি না। কারণ, এখানে ঝুঁকি অনেক বেশি।’

চলমান দ্বন্দ্ব

বর্তমানে দেশটিতে যে গৃহযুদ্ধ চলছে সহসা সেটা শেষ হবে না জানিয়ে সাবেক এ পররাষ্ট্র সচিব বলেন, ‘গত ২০ বছরে আফগান সরকারের উদ্যোগ সাধারণ জনগণের ভাগ্যে প্রভাব ফেলেনি। এই সময়ে দুই ধরনের মানুষ তৈরি হয়েছে। একটি দল শহরে থেকে প্রাচুর্যের মালিক হয়েছে। অন্যদিকে গ্রামাঞ্চলে কৃষক ও অন্য পেশার লোকজন গরিব রয়ে গেছে। গোটা দেশ বিভক্ত হয়ে পড়েছে, যা আগে এত প্রকট ছিল না।’

আঞ্চলিক প্লেয়ার

শহীদুল হক বলেন, ১৯৪৭ সালে ভারত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কারণ, তারা আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ রক্ষা করেনি। ২০০১ পরবর্তী আফগান সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে ভারত। অন্যদিকে পাকিস্তান সব সময়ই আফগানিস্তানে প্রভাব বিস্তার করে আসছে। এটি তাদের কাছে একটি ‘ফ্রন্টলাইন’ দেশ।

তিনি বলেন, আফগানিস্তান ইস্যুতেও এখন ভারত-পাকিস্তান একে অপরকে বিশ্বাস করে না।

চীন অতীতে সব সময় ‘আফগান গ্রেট গেম’ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেও এখন সম্পৃক্ত হচ্ছে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে। ওই সীমান্তে উইঘুর মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। চীনের সীমান্ত এলাকা দখলের পর তালেবানের সঙ্গে আলোচনার আমন্ত্রণ জানায় চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে তালেবান নেতাদের বৈঠকও হয়।’

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর একটি শূন্যতা তৈরি হয়েছে। চীন সেটারই সুযোগ নিয়েছে। এটি শুধু বিআরআই বা ইন্দো-প্যাসিফিক কৌশল নয়, তারচেয়েও বড়।’

বাস্তবতা, মিথ ও ধারণা

আফগানিস্তানে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন শহীদুল হক বলেন, ‘আফগানিস্তানের বড় সমস্যা হচ্ছে প্রথাগত মূল্যবোধ ও আধুনিক মূল্যবোধের মধ্যে দ্বন্দ্ব। বর্তমানে বিষয়টি সবচেয়ে প্রকট আকারে দেখা যাচ্ছে। এ দুটি মূল্যবোধের মাঝামাঝি কোনও অবস্থা তালেবানরা বিশ্বাস করে না।’

এশিয়ার অনেক দেশের কাছে আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। সাবেক পররাষ্ট্র সচিব বলেন, মধ্য এশিয়া সব সময় পরিবর্তনশীল। এখানে এখনও অনেক অনিশ্চয়তা আছে। এটি স্থিতিশীল নয়।

চাইল্ড অফ গ্রেট গেম

সাবেক পররাষ্ট্র সচিবের মতে, আফগানিস্তান হচ্ছে ‘চাইল্ড অফ গ্রেট গেম’। কিন্তু এটি শৈশব থেকে বের হয়ে এখনও সাবালক হতে পারেনি।

শহীদুল হক বলেন, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া যেকোনও বিবেচনায় একটি বড় পরাজয়। এর তাৎপর্য ভিয়েতনামের চেয়েও বড়।

তিনি বলেন, এ প্রেক্ষাপটে বৃহৎ স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই অঞ্চলকে স্থিতিশীল করাই হবে বড় অগ্রাধিকার।

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৮
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২১
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি