X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

১০ কোটি টাকা আত্মসাৎ, ১৬ পুলিশসহ ২৭ জনের নামে মামলা

যশোর প্রতিনিধি
১৭ আগস্ট ২০২১, ০২:২৭আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০২:২৭

ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ভবিষ্যত তহবিলের প্রায় সাড়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাগুরার ১৬ পুলিশ সদস্যসহ ২৭ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৬ আগস্ট) দুদকের যশোর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে যশোরের সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করেছেন। 

মামলায় মাগুরা জেলা পুলিশের ১৬ সদস্য (ছয় জন অবসরপ্রাপ্ত), জেলা হিসাবরক্ষণ অফিসের আট জন কর্মকর্তা, একজন ব্যাংক কর্মকর্তা ও দুই ব্যক্তিসহ ২৭ জনকে আসামি করা হয়েছে। 

আসামিরা হলেন এসআই হাসিনা খাতুন (বর্তমানে দেবহাটা থানা), এসআই মো. সবুর আলম খান (বর্তমানে বাঘারপাড়া থানা), এসআই মাহাবুব আলম (বর্তমানে যশোর পুলিশ লাইনস), মাগুরা জেলা পুলিশ লাইনসের কনস্টেবল গাজী মশিউর রহমান, ফিরোজ হোসেন, শিপন মৃধা, তাসলিমা খাতুন, হালিমা, এসআই সাইফুর ইসলাম (অব.), এএসআই আতিয়ার রহমান (অব.), এএসআই শাহআলম গাজী (অব.), টিএসআই আব্দুল হাই (অব.), কনস্টেবল কৃষ্ণপদ বিশ্বাস (অব.), কনস্টেবল আকবর আলী (অব.), কনস্টেবল আবুল কাশেম (অব.), মাগুরা জেলা পুলিশ লাইনসের হিসাবরক্ষক শরিফুজ্জামান (বর্তমানে আরআরএফ খুলনা), মাগুরা জেলা হিসাবরক্ষণ ও ফিন্যান্স কর্মকর্তা জিএম জিল্লুর রহমান (বর্তমানে যশোর), মাগুরা জেলা হিসাবরক্ষণ ও ফিন্যান্স কর্মকতা সাইফুল ইসলাম (বর্তমানে গাইবান্ধা), মাগুরা জেলা হিসাবরক্ষণ ও ফিন্যান্স কর্মকর্তা সরকার রফিকুল ইসলাম (বর্তমানে জয়পুরহাট), মাগুরা জেলা হিসাবরক্ষণ ও ফিন্যান্স কর্মকর্তা কার্যালয়ের অডিটর আজমল হোসেন, অডিটর আব্দুল লতিফ মিঞা, অডিটর রথিন বিশ্বাস, অডিটর ফজলুর শহিদ, অডিটর শেখ আব্দুস সালাম (বর্তমানে মাগুরার শালিখা), ব্যাংক কর্মকর্তা ওয়াজেদ আলী (বর্তমানে সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার, সোনালী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখা), নড়াইলের লোহাগাড়া উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের ইসহাক মুন্সির ছেলে আজমল মুন্সি ও মাগুরা সদর থানার সাজিয়ারা গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে রোকাইয়া ইয়াসমিন বিচিত্রা। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মাগুরা পুলিশ সুপার কার্যালয় থেকে পুলিশ সদস্যদের ভবিষ্যত তহবিলের বিপরীতে বাস্তবে কোনও বিল-ভাউচার জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠানো না হলেও নয় জনের নামে ৮১টি অ্যাকাউন্টে চেক ইস্যুর মাধ্যমে নয় কোটি ৬৭ লাখ ৮৯ হাজার ৫৩৩ টাকা আত্মসাৎ করা হয়। 

একই পদ্ধতিতে অস্তিত্ববিহীন ছয়টি বিলের মাধ্যমে জেলা পুলিশ মাগুরার ছয় জন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আতিয়ার রহমান, শাহ আলম গাজী, খান আব্দুল হাই, কৃষ্ণপদ বিশ্বাস, আকবর আলী এবং আবুল কাশেম তাদের জিপিএফ’র প্রাপ্য অর্থের অতিরিক্ত ৭৬ লাখ ১১ হাজার ৮১৫ টাকা আত্মসাৎ করেন। এভাবে ১০ কোটি ৪৪ লাখ এক হাজার ৩৪৮ টাকা আত্মসাৎ করেন আসামিরা।

দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বলেন, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় মামলাটি করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
জয়পুরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রামে কাস্টমসে দুদকের অভিযান
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া