X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পানির নিচে লঞ্চঘাট

মোংলা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২১, ১৬:৩১আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৬:৩১

বাগেরহাটের মোড়েলগঞ্জে ফুলহাতা লঞ্চঘাটের পল্টুনটি দুই দিন ধরে পানিতে ডুবে আছে। এতে ভোগান্তিতে পড়েছে নৌ পথের প্রতিদিনের শত শত যাত্রী। দুই দিন অতিবাহিত হলেও এটা উদ্ধারে কোনও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলার পানগুছি নদীর তীরবর্তী ছয়টি লঞ্চ ঘাটের মধ্যে ঐতিহ্যবাহী ফুলহাতা বাজার সংলগ্ন ঘাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ঘাট থেকে প্রতিদিন শত শত যাত্রী ওঠা-নামা করে। বাগেরহাট জেলা সদরসহ মোড়েলগঞ্জ উপজেলা সদর, জিউধরা ও বহরবুনিয়াসহ বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের লোকজনের যাতায়াতের জন্য এ ঘাটটি গুরুত্বপূর্ণ মাধ্যম। 

এছাড়া বিভিন্ন এলাকা থেকে যাত্রীবাহী ট্রলার ও নৌকার যাত্রীরা এ লঞ্চঘাট থেকে ওঠা-নামা করে। মোড়েলগঞ্জ সদর থেকে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন বহরবুনিয়া ইউনিয়ন। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীপথে লঞ্চ ও ট্রলারযোগে এলাকার জনসাধারণ ও শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। লঞ্চঘাটটি ডুবে যাওয়ায় এসব যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। 

এ ব্যাপারে বহরবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান টিএম রিপন জানান, সম্ভবত পন্টুনের তলা লিকেজ হয়ে দুই দিন আগে লঞ্চঘাটটি ডুবে গেছে। এর ফলে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিআইডব্লিউটিসিএর তত্ত্বাবধানে লঞ্চঘাটে দায়িত্বেরত কর্মকর্তা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকতার্দের অবহিত করেছেন। এলাকাবাসী দ্রুত লঞ্চঘাটটি মেরামতের দাবি  জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জাহাঙ্গীর আলম বলেন, ডুবে যাওয়া ফুলহাতা লঞ্চঘাটের পন্টুনের বিষয়ে তিনি জানেন না। তবে খবর নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকতার্দের অবহিত করবেন বলে জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া