X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘কোনও তালেবান বাংলার মাটিতে দাঁড়াতে দেবো না’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ আগস্ট ২০২১, ১৬:৩৮আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৬:৩৮

যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ‘বিএনপি জামায়াত চেয়েছিল বাংলাদেশ একটি জঙ্গিবাদী ও তালেবানি রাষ্ট্র হোক। সেই গোষ্ঠী ২০০৪ সালের ২১ আগস্ট আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণ কেড়ে নিতে গ্রেনেড হামলা চালিয়েছিল। ২০০৫ সালে ১৭ আগস্ট সারা বাংলাদেশে সিরিজ বোমা হামলা করেছিল। কোনও জঙ্গিবাদ, তালেবান বাংলার মাটিতে দাঁড়াতে দেবো না।’

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে সিলেট যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে জেলা যুবলীগের আয়োজনে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও বিচক্ষণ নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশে জঙ্গি নির্মূল হয়েছে। এই বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন কারাবন্দি ছিলেন। আমরা আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়েছি।’

তিনি আরও বলেন, ‘এ দেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই শান্তিতে বসবাস করছে। অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখতে  যুবলীগ সবসময় জনগণের পাশে থাকবে। যারা এ দেশকে  জঙ্গি ও তালেবানি রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখেন আমরা তাদেরকে বলতে চাই, জননেত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। কোনও জঙ্গিবাদ, তালেবান বাংলার মাটিতে দাঁড়াতে দেবো না।’

জেলা যুবলীগের সভাপতি অ্যাড. শাহানুর ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশিদ, মোয়াজ্জেম হোসেন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমানসহ জেলা উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে যুবলীগ সাধারণ সম্পাদক দুপুর সোয়া ২টার দিকে সিলেটের উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করেন।

/এফআর/
সম্পর্কিত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
ইরানের সামরিক স্থাপনায় পৃথক জঙ্গি হামলা, নিহত ৫
সর্বশেষ খবর
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি