X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘তালেবানদের ক্ষমতা দখল দেখে অনেকেই রঙিন স্বপ্ন দেখছেন’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ আগস্ট ২০২১, ১৯:৩৩আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৯:৩৬

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে চালানো সিরিজ বোমা হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. লোকমান হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও বড়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক বাবুল, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মনির হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ প্রমুখ।

মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. লোকমান হোসেন বলেন, ‘২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সারাদেশে জঙ্গিবাদী গোষ্ঠী সিরিজ বোমা হামলা করেছিল। তারা দেশকে জঙ্গি রাষ্ট্র করতে চেয়েছিল। গত কয়েকদিন আগে আফগানিস্তানে তালেবানরা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। দখলের পরই সেখানে মানুষরা পালাতে শুরু করেছেন। এসব দেখে বাংলাদেশে অনেকেই রঙিন স্বপ্ন দেখছেন যে, এ দেশকেও এরকম করা যায় কি-না। আমরা বলতে চাই, বঙ্গবন্ধুর বাংলায় পাকিস্তানি হানাদার বাহিনী টিকতে পারেনি। এ দেশে আর জঙ্গিবাদ, মৌলবাদরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তাদেরকে যেভাবেই হোক প্রতিহত করা হবে।’

জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মনির হোসেন বলেন, ‘২০০১ সালে তৎকালীন বিএনপি সরকারের নেতৃত্বেই প্রথম বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটে। জেএমবি সদস্যরা প্রকাশ্যে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সভা-সমাবেশ করেছিল। এরপর তাদের নেতৃত্বে ২০০৫ সালে সারাদেশে একসঙ্গে সিরিজ বোমা হামলা করে জঙ্গিরা তাদের অবস্থানের কথা জানান দেয়। আমরা সেখান থেকেই জানি, বিএনপি একটি জঙ্গিবাদী দল। তাদেরকে চিরতরে নষ্ট করে দিতে হবে। তারা এখানও বাংলাদেশের উন্নয়নে বাধা দিতে চায়। আজকে বাংলাদেশে অনেকেই তালেবানদের বিজয়ে উচ্ছ্বসিত হচ্ছে। বাংলাদেশকে নিয়েও স্বপ্ন দেখছেন। তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে কোনও দিনই আর জঙ্গিবাদ দাঁড়াতে পারবে না।’

/এফআর/
সম্পর্কিত
যে কারণে ১৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ছাড়তে উৎসাহী হবে
কামরাঙ্গীরচরে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল প্রকল্প বাতিলের দাবি
চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের‍্যাম্প নির্মাণে কাটতে হবে অর্ধশত গাছ, নাগরিক সমাজের বিক্ষোভ
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া