X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্থগিত ইউপি নির্বাচনসহ ৭ এজেন্ডা নিয়ে বৈঠকে বসছে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২১, ২২:৪৬আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২২:৪৬

স্থগিত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি)  নির্বাচনসহ  সাত এজেন্ডা নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩ আগস্ট (সোমবার) কমিশনের ৮৪তম এ সভা অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্য সূচির মধ্যে রয়েছে, সিলেট-৩ শূন্য আসনের স্থগিত নির্বাচন সম্পন্ন করা, কুমিল্লা-৭ শূন্য আসনের নির্বাচন, স্থগিত ৯টি পৌরসভার নির্বাচন সম্পন্ন করা, প্রথম ধাপের স্থগিত ১৬৭টি ইউপির নির্বাচন সম্পন্ন করা, ইউপির দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম গ্রহণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ণ নির্বাচন এবং শূন্যপদে উপ-নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ, ২০০৬ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণ করা বাংলাদেশি নাগরিকদের তথ্য সংগ্রহ করা এবং বিবিধ।

ইসি সূত্র জানায়, করোনা পরিস্থিতি দেখে সভায় সিলেট-৩ আসনের ও প্রথম ধাপের স্থগিত হওয়া ইউপি ভোটের তারিখ নির্ধারণ করা হতে পারে।

সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহহে সিলেট-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইসি সূত্রে জানা গেছে।

এছাড়া করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে ওই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে স্থগিত থাকা ইউপি ভোট এবং দ্বিতীয় ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হতে পারে।

সিলেট-৩ আসনে দুই বার তারিখ দিয়েও ভোট সম্পন্ন করতে পারেনি ইসি। সর্বশেষ ২৮ জুলাই এই আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ভোটের দুই দিন আগে ২৬ জুলাই এই আসনের নির্বাচন ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এরপর গত ৫ আগস্ট এই আসনের নির্বাচন আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছেন আদালত। আইন অনুযায়ী, ৬ সেপ্টেম্বরের মধ্যে এই আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

এছাড়া প্রথম ধাপে ৩৭১টি ইউপিতে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করলেও করোনার কারণে সেখান থেকে ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়। বাকি ২০৪ ইউপিতে ভোটগ্রহণ করে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা