X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ডিজিটাল আইনে চিকিৎসকের বিরুদ্ধে সাংবাদিকের মামলা

বরিশাল প্রতিনিধি
১৮ আগস্ট ২০২১, ১৩:২৭আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৩:২৭

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. রমিজ আহমেদ ও তার গাড়িচালক ফরহাদ হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নালিশি মামলা করা হয়েছে।

বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তা পত্রিকার মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম দেওয়ান বাদী হয়ে জেলা সাইবার ট্রাইব্যুনালে এই মামলা করেছেন। ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে শুনানি শেষে নালিশি মামলাটি গ্রহণ করে ১৭ অক্টোবরের মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। গত ১৬ আগস্ট বাদী এই মামলা করেন। 

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম জানান, বাদী একজন সাংবাদিক। তিনি বিভিন্ন অনিয়মের খবর প্রকাশ করেন। প্রকাশিত খবর তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করেন। পোস্টে ডা. রমিজ আহমেদের প্ররোচণায় তার গাড়িৃচালক ফরহাদ কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এতে বাদীর সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে এজাহারে অভিযোগ আনা হয়। বিচারক মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।

এ ব্যাপারে ডা. রমিজ আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে খবর প্রকাশের ভয়ভীতি দেখিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্টাফদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন বাদী মনিরুল। এমনকি তিনি মনগড়া তথ্য সাজিয়ে আমার কাছ থেকেও ৪৫ হাজার টাকা চাঁদা দাবি করেছেন।’

এ ঘটনায় গত ১০ জুন আদালতে মনিরুলকে আসামি করে মামলা করা হয়। ওই মামলা থেকে পরিত্রাণ পেতে তিনি পাল্টা মামলা করেছেন বলে অভিযোগ ডা. রমিজের।

/এসএইচ/
সম্পর্কিত
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি