X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ফার্মেসিতে করোনার টিকা, তদন্ত করবে স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ১৭:০৯আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৭:০৯

মডার্নার তৈরি করোনা ভাইরাসের টিকা পাওয়া গেছে রাজধানীর ফার্মেসিতে, অর্থাৎ ওষুধ বিক্রির দোকানে। অথচ এই টিকা অত্যন্ত সুরক্ষিত অবস্থায় থাকার কথা স্বাস্থ্য অধিদফতরের হেফাজতে। স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক রোবেদ আমিন জানিয়েছেন এ ঘটনাটি তদন্ত করা হবে। বৃহস্পতিবার (১৯ আগস্টা) বাংলা ট্রিবিউনকে তিনি এ তথ্য জানান।

বুধবার (১৮ আগস্ট) বহু কাঙ্ক্ষিত এই টিকা পাওয়া গেছে রাজধানীর দক্ষিণ খান এলাকার একটি ওষুধের  দোকানে। দক্ষিণখানে দরিদ্র পারিবারিক সেবা সংস্থা ক্লিনিক নামের একটি ফার্মেসি থেকে মডার্নার ভ্যাকসিনের দুটি ভায়াল (প্রতি ভায়ালে ১০ ডোজ টিকা থাকে) উদ্ধার করেছে পুলিশ। পরে সেখান থেকে মডার্নার ভ্যাকসিনের খালি ভায়ালসহ ২১টি খালি প্যাকেটও উদ্ধার করা হয়।

পুলিশ ফার্মেসির মালিক বিজয় কৃষ্ণকে গ্রেফতার করেছে। এ সময় টিকা রাখার বাক্সসহ মডার্না টিকার দুটি ভায়াল জব্দ করা হয় বলে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া জানান।

কিন্তু দেশে করোনা ভাইরাসের এই টিকা কী করে সরকারি প্রতিষ্ঠানের বাইরে ওষুধের দোকানে পাওয়া গেলো সে নিয়ে প্রশ্ন উঠেছে।

করোনা ভাইরাসের  টিকা কী করে ফার্মেসিতে পাওয়া গেলো জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক রোবেদ আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এগুলো শুনছি, কিন্তু সবার আগে এটা কনফার্ম করতে হবে।

তার আগে এ নিয়ে কথা বলা সঠিক হবে না। কারণ, এগুলো জেনুইন, নাকি নয়! সেটাও দেখার বিষয় রয়েছে।’

কিন্তু এত স্ট্রিক্টলি প্রসেসের মধ্যে দিয়ে যে জিনিসটা গেছে, সেটা আদৌ সঠিক নাকি নকল —এগুলোও আমরা কেউ জানি না মন্তব্য করে অধ্যাপক রোবেদ আমিন বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত হবে।’

স্বাস্থ্য অধিদফতর তাহলে তদন্ত করবে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘এটা একটা সিরিয়াস ইস্যু, অবশ্যই স্বাস্থ্য অধিদফতর তদন্ত করবে।’ তবে কবে নাগাদ অধিদফতর তদন্ত করবে, কী প্রক্রিয়ায় আগাবে এ নিয়ে সিনিয়ররা সিদ্ধান্ত নেবেন জানিয়ে তিনি বলেন,  ‘এটা সিনিয়ররা সিদ্ধান্ত নেবেন।’

এদিকে পুলিশ বলছে, গ্রেফতার বিজয় কৃষ্ণ নিজেকে একজন প্যারামেডিক বলে দাবি করেছেন। তার ফার্মেসিতে অবৈধভাবে মডার্নার টিকা দেওয়া হতো। তবে কোথা থেকে তিনি ওই টিকা পেলেন, তা জানা যায়নি। বিজয় কৃষ্ণ পল্লী চিকিৎসক হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন দাবি করলেও এ বিষয়ে কোনও কাগজপত্র দেখাতে পারেননি।

পরে এই ঘটনায় রাজধানীর দক্ষিণখান থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা করা হয়। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত বিজয় কৃষ্ণ তালুকদারের রিমান্ডের বিষয়ে শুনানির জন্য আগামী ২৩ আগস্ট দিন ধার্য করেছেন। 

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া