X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

করোনাতে নারী ‍মৃত্যু বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ২২:০০আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২২:৩০

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৯ জন, যা কিনা গত ৪৫ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত চার জুলাই ২৪ ঘণ্টায় ১৫৩ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনের মৃত্যু নিয়ে অধিদফতর জানাচ্ছে, দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনা আক্রান্ত মোট মারা গেলেন ২৪ হাজার ৮৭৮ জন।

শুরু থেকে করোনা আক্রান্ত হয়ে নারী-পুরুষের মৃত্যুতে পুরুষের মৃত্যু বেশি ছিল। দেশে গত বছরের ১০ মার্চ প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা যান ৭০ বছরের একজন পুরুষ। তিনি বিদেশ ফেরত এক আত্মীয়ের মাধ্যমে করোনা সংক্রমিত হয়েছিলেন। অধিদফতর জানাচ্ছে, দেশে মোট পুরুষ মারা গেছেন ১৬ হাজার ৩১৯ জন, আর নারী ৮ হাজার ৫৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১৫৯ জনের মধ্যে পুরুষ ৭৬ জন আর নারী ৮৩ জন। এর আগে গত ১২ আগস্ট দেশে প্রথমবারের মতো একদিনে মৃত্যুর তালিকাতে পুরুষের চেয়ে নারী বেশি ছিল। সেদিন অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১৫ জন। এরমধ্যে পুরুষ ১০৭ জন এবং নারী ১০৮ জন। দেশের ইতিহাসে সেদিনই প্রথম পুরুষ মৃত্যুকে ছাড়িয়েছে নারী মৃত্যু।

গত দুই মাস আগেও করোনার মৃত্যু ৮০ শতাংশই ছিল পুরুষ আর ২০ শতাংশ নারী। কিন্তু গত ১২ আগস্টের ২৪ ঘণ্টার মৃত্যুর হিসাবে দেখা যায়, করোনায় ৫১ শতাংশ নারী এবং ৪৯ শতাংশ পুরুষ মারা গেছেন।

করোনা আক্রান্ত হয়ে নারী মৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘করোনা সংক্রমণের শুরুর দিকে নারীরা কম আক্রান্ত হতো। আগে ২০ শতাংশ নারী আক্রান্ত হতো। এটি বেড়ে গেছে। এটা অবশ্যই উদ্বেগের বিষয়।’

প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ঢেউয়ের সময়ে নারীরা বেশি আক্রান্ত হয়েছেন। আর যদি আক্রান্তের হার বেড়ে যায় তখন স্বাভাবিকভাবেই মৃত্যুও বেড়ে যায় বলে মন্তব্য করেন মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, প্রথম ঢেউয়ের সময়ে যে স্ট্রেইন ছিল সেটা উচ্চমাত্রায় সংক্রমিত ছিল না। এ কারণে পুরুষ বাইরে বেশি যাবার কারণে তারাই কেবল সংক্রমিত হতেন। কিন্তু এবারের স্ট্রেইন যেহেতু হাইলি ইনফেকশাস, যে কারণে বেশিরভাগ পরিবারে একজন সংক্রমিত হলে তার মাধ্যমে অন্যরা সংক্রমিত হয়েছেন।

আর এ কারণেই এবার নারী ও শিশুদের আক্রান্ত হবার হারও বেশি, বলেন অধ্যাপক রুবীনা ইয়াসমীন। মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদাহরণ দিয়ে তিনি বলেন, এখন এ হাসপাতালে ভর্তি হওয়া নারী ও পুরুষের সংখ্যা প্রায় কাছাকাছি। আর প্রথম ঢেউয়ের সময়ের তুলনায় নারীর হার তো অনেক বেশি।

আমাদের দেশের পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে খুব ভালো অবস্থা ছাড়াও নারীদের হাসপাতালে আসার বিষয়ে অনেক সিদ্ধান্ত নেওয়ার বিষয় জড়িত উল্লেখ করে অধ্যাপক রুবীনা ইয়াসমীন বলেন, হাসপাতালে ভর্তি হবার বিষয়ে বাড়ির পুরুষরা বেশি প্রায়োরিটি পায় একজন নারীর তুলনায়। সেই সঙ্গে নারীরাও হাসপাতালে ভর্তি হতে চান না।

কিন্তু একদম শেষ মুহূর্তে যখন শ্বাসকষ্ট বেড়ে যায় তখন অনেক নারীকে নিয়ে আসা হয়, কিন্তু সে সময় আর কিছু করার থাকে না উল্লেখ করে তিনি বলেন, মুগদা হাসপাতালে ২০০ জনের মৃত্যু নিয়ে করা একটা জরিপে দেখা গেছে, হাসপাতালে ভর্তি হবার ৪৮ ঘণ্টার ভেতরে মারা গেছেন, অর্থাৎ হাসপাতালে তারা আসেই দেরি করে।

আবার হাসপাতালে যখন বেড সংকট ছিল কয়েক দিন আগে, তখন চাইলেও অনেককে ভর্তি করা যায়নি। তারা বাড়িতে ফিরে গেছেন আর একেবারে অবস্থা খারাপ না হওয়া পর্যন্ত আসেননি। এ কারণে এবারে বাড়িতে মৃত্যুও বেড়েছে, বলেন অধ্যাপক রুবীনা ইয়াসমীন।

 

/জেএ/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর গাজায় আবারও হামলা জোরদার করলো ইসরায়েল
উত্তর গাজায় আবারও হামলা জোরদার করলো ইসরায়েল
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়লেন মুসল্লিরা
বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়লেন মুসল্লিরা
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা