X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চেনা রূপে ফিরেছে কক্সবাজার সমুদ্রসৈকত

আবদুল আজিজ, কক্সবাজার 
১৯ আগস্ট ২০২১, ২২:০৩আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২২:১৩

স্বাস্থ্যবিধি মেনে সরকারের জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে খুলেছে পর্যটন ও বিনোদন কেন্দ্র। প্রথম দিনই প্রাণচাঞ্চল্য ফিরেছে কক্সবাজার সমুদ্রসৈকতে। সকাল থেকে বিকাল পর্যন্ত সমুদ্র পাড়ে মানুষের ভিড় ছিল। খোলা হয়েছে সব হোটেল মোটেল ও রিসোর্ট। খুলেছে রেস্তোরাঁ থেকে শুরু করে সাগর পাড়ের ঝুপড়ি দোকান, ছাতা-চেয়ারও। সৈকতের ফটোগ্রাফার এবং ঘোড়ার দৌড়ও থেমে নেই। সমুদ্রসৈকত ছাড়াও চেনা রূপে ফিরেছে বিনোদন কেন্দ্রগুলো। 

সকাল থেকে মানুষের ভিড় বাড়তে থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে স্বাস্থ্যবিধির বিষয়টিতে কড়া নজরদারি রেখেছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, করোনার সংক্রমণরোধে লকডাউনের কারণে দীর্ঘ সাড়ে চার মাস বন্ধ ছিল পর্যটন কেন্দ্র। এ কারণে সমুদ্রসৈকত ও বিনোদন কেন্দ্রগুলোতে ভ্রমণ নিষিদ্ধ ছিল। ফলে সৈকত ও বিনোদন কেন্দ্রগুলোতে নেমে আসে নীরবতা। জনমানবশূন্য হয়ে পড়ে সৈকত। ১৯ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে খুলে দেওয়া হয় পর্যটন কেন্দ্র। 

সকাল থেকে সাগর পাড়ে মানুষের ভিড় বাড়তে থাকে। বিকাল পর্যন্ত সৈকতে উল্লাসে মেতেছে সবাই। দীর্ঘদিন করোনায় ঘরবন্দি থেকে মুক্তি পেতে সৈকত এসে স্বস্তি পেয়েছেন বলে জানিয়েছেন পর্যটকরা। তারা বলছেন, দীর্ঘদিন পর ঘরবন্দি থেকে মুক্ত হলাম। 

সৈকতে ভ্রমণে আসা পর্যটক ফারিয়া জাহান বলেন, ‘ঢাকা থেকে এসেছি। মন ভালো নেই, তাই সৈকতে ঘুরতে এলাম। তিন দিন থাকবো। পরে চলে যাবো। যান্ত্রিক জীবন আর ভালো লাগে না। মুক্ত বাতাস উপভোগ করতে সৈকতে এলাম।’

সকাল থেকে বিকাল পর্যন্ত সমুদ্র পাড়ে পর্যটকের ভিড় ছিল

কুষ্টিয়া থেকে আসা আহমদ কবির চৌধুরী বলেন, ‘অনেক দিন ধরে সৈকতে আসার ইচ্ছা ছিল। করোনার কারণে আসা হয়নি। সুযোগ বুঝে চলে এলাম। তবে করোনার ভয় তাড়া করছে। বাসায় ফিরবো দ্রুত।’

আরেক পর্যটক রুবিনা পারভীন বলেন, ‘সৈকতে অনেক মানুষের ভিড়। কিন্তু সৈকতে কোনও ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসা প্রয়োজন।’ 

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘এখনও পর্যটক সেন্টমার্টিনে আসেনি। আবহাওয়া অনুকূলে থাকলেও সাগর উত্তাল। এ কারণে পর্যটকরা সেন্টমার্টিন আসতে পারেনি।’

কলাতলী মেরিন ড্রাইভ সড়ক হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুখিম খান বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে হোটেল মোটেল খুলেছি। যেসব পর্যটক এসেছেন, তাদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হোটেল কর্তৃপক্ষকে বলেছি। তবে সৈকতে নামার পর স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।’

কক্সবাজার হোটেল মোটেল ও রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী শতকরা ৫০ শতাংশ কক্ষ খালি রেখে সব হোটেল কর্তৃপক্ষকে রুম বুকিং দিতে বলেছি। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বলেছি। ’ 

খুলেছে রেস্তোরাঁ থেকে শুরু করে সাগর পাড়ের ঝুপড়ি দোকান, ছাতা-চেয়ারও

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান বলেন, ‘সরকারি নির্দেশনা বাস্তবায়নে ট্যুরিস্ট পুলিশের সঙ্গে রয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিম। স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা। স্বাস্থ্যবিধি অনুসরণ করে সৈকতসহ বিনোদন কেন্দ্রগুলোতে আসার জন্য পর্যটকদের অনুরোধ জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। 

তিনি আরও বলেন, ‘সরকারি নির্দেশনা বাস্তবায়নে সৈকতের লাবনী, সুগন্ধা, কলাতলি, কবিতা চত্বর, ইনানি ও পাটুয়ারটেকসহ ছয় পয়েন্টে থাকবে ট্যুরিস্ট পুলিশের শক্তিশালী টিম।’

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, পর্যটন কেন্দ্র খোলা হলেও সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। জেলা প্রশাসন সতর্ক দৃষ্টি রাখছে। পর্যটকদের স্বাস্থ্যবিধি মানা প্রয়োজন। সামাজিক দূরত্বের পাশাপাশি স্যানিটাইজার এবং সবার মাস্ক পরা জরুরি। আমরা স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করছি। 

/এএম/
সম্পর্কিত
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
বিমানের টিকিট নিয়ে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রীর
এভিয়েশন শিল্পে কারিগরি সহযোগিতা দিতে চায় জার্মানি
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!