X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

তিস্তা ব্যারেজের ৪৪ গেট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা 

মোয়াজ্জেম হোসেন, লালমনিরহাট
২০ আগস্ট ২০২১, ১৩:০৭আপডেট : ২০ আগস্ট ২০২১, ১৩:০৭

লালমনিরহাটের হাতিবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম তিস্তা ব্যারাজ সেচ প্রকল্প এলাকায় উজানের ঢলের পানিতে বিপৎসীমা অতিক্রম করে ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারাজ কর্তৃপক্ষ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৯টায় বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে পানিপ্রবাহ পরিমাপ করা হয়। ১২ ঘণ্টা পর শুক্রবার (২০ আগস্ট) সকাল ৯টায় ১৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিলো। এদিকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। 

পানি উন্নয়ন বোর্ডের গেজ পাঠক নুরুল ইসলাম জানান, সকাল ১১টায় পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ভারতের গজল ডোবার সব গেট খুলে দেওয়া হয়েছে। এ অবস্থায় আমরাও সব গেট খুলে দিয়ে পানিপ্রবাহ নিয়ন্ত্রণ করছি।

জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, ভারতের পানিতেই বন্যা হয়েছে। এছাড়া যেভাবে ধূলিমিশ্রিত ঘোলা পানি আসছে, তাতে তিস্তার ভাটিতে নদীর তলদেশ ভরাট হয়ে যাবে। যে কারণে অল্পপানিতে বিপৎসীমার উপর দিয়ে পানিপ্রবাহিত হয়ে বন্যা হচ্ছে। খনন কাজ পরিচালনা ছাড়া পানিপ্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব না বলে মন্তব্য করেন তিনি। 

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশী মিজানুর রহমান বলেন, তিস্তা নদীর ভারতীয় অংশের তীরবর্তী অববাহিকা অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের কারণে নেমে আসা পাহাড়ি ঢলে এ বন্যার সৃষ্টি হয়েছে। এতে প্রচুর ঘোলা পানি আসছে। এ কারণে তিস্তা নদীর তলদেশ ভরাট হয়ে চর সৃষ্টি হচ্ছে। এছাড়া পানি দুই তীরে উপচে পড়ার কারণে ভাঙন দেখা দিয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা প্রিন্স বলেন, ‘ভারতের শিলিগুড়ি, কালিম্পক, সিকিম ও দার্জিলিংয়ে ব্যাপক বৃষ্টিপাতের কারণে অতিরিক্ত পানিপ্রবাহ বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে। বর্তমানে পানিপ্রবাহ অতিরিক্ত থাকায় লালমনিরহাট ও নীলফামারী জেলার কিছু এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, প্রতিবছর ধূলিমিশ্রিত উজানের ঢলের কারণে তিস্তা ব্যারাজের উজানে ও ভাটিতে নদীর তলদেশ ভরাট হয়ে পড়ছে। এ জন্য নদী খনন এখন জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

/টিটি/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
৭৫ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি দেখলো আমিরাত, মরু শহর দুবাইয়ে বন্যা
কাজাখস্তানে ভয়াবহ বন্যা, প্রায় এক লাখ মানুষ স্থানান্তর
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া