X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিল্ডিং কোড অনুযায়ী অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বনানীর সেই ভবনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২১, ১৩:৪০আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৬:৪৭

রাজধানীর বনানীতে চেয়ারম্যানবাড়ি এলাকার সাততলা ভবনটির নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল। অনেকাংশেই কোনও নির্বাপণ ব্যবস্থাই ছিল না। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুযায়ী নির্বাপণ ব্যবস্থার জন্য ভবনে যে বেসিক যে সরঞ্জাম থাকার কথা, ফায়ার এক্সিট রোড, ফ্লোরে ফ্লোরে ফাইজার সিস্টেম, যার মাধ্যমে মূলত পানিটা ভবনের ভেতরে নিয়ে যাওয়া সম্ভব হবে সে ব্যবস্থা অত্যন্ত দুর্বল ছিল।

শনিবার (২১ আগস্ট) বনানী চেয়ারম্যান বাড়ি ৭৯ নম্বর ভবনের আগুন নেভানোর কার্যক্রম তদারকি করতে এসে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।

সকাল ৯টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। বেলা সাড়ে ১২টার দিকেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, এখনও ধোঁয়া নির্গত হচ্ছে‌। প্রায় সাড়ে ৩ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ সম্পর্কে তিনি বলেন, এখানে যে ক্রেস্ট তৈরির প্রতিষ্ঠান রয়েছে। তাদের গুদামে বিপুল পরিমাণ মালামাল রয়েছে। এই ক্রেস্ট তৈরির সরঞ্জাম বেশিরভাগই কাঠের ও কাঠজাতীয়। সেগুলোতে পানি দেওয়া হলেও তা সমানভাবে পড়ে না। আর ভেতরে কাঠের জিনিসপত্র ছাড়াও বিভিন্ন কার্টন ছিল। যেগুলোতে আগুন লাগলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে আমাদের। 

গুদামে কাঠ ও কাঠজাতীয় সরঞ্জাম ছাড়াও আর কী কী সরঞ্জাম ছিল বা আছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে, পরবর্তী সময়ে তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে। তবে আগুনের উৎসস্থল ক্রেস্ট বানানোর প্রতিষ্ঠান এমিকন এখানে কী ধরনের কার্যক্রম পরিচালনা করতো, তাদের কারখানায় কী কী দ্রব্যাদি রয়েছে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এরই মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি গ্রুপ ভেতরে প্রবেশ করেছে জানিয়ে তিনি বলেন, ভেতরে কেউ আটকা পড়েছেন কি না তা তল্লাশি করা হচ্ছে। পরবর্তী সময়ে আমরা ভবনের প্রতিটি ফ্লোরে তল্লাশি চালাবো। পর্যন্ত কোনও ধরনের হতাহত কিংবা ভবনে আটকে থাকার খবর পাওয়া যায়নি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান
 
আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনীর পক্ষ থেকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সহায়তা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় রয়েছে। তারপরও বিমান বাহিনীর পক্ষ থেকে তাড়াতাড়ির অগ্নিনির্বাপণ সরঞ্জামাদি নিয়ে এসেছে। এগুলো আগুন নেভানোর কাজে ব্যবহৃত হচ্ছে। ভবনের বাইরে এবং ভেতর পাশে এখনও পানি দেওয়া হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসছে, আরও ঘণ্টা দুয়েকের মত সময় লাগতে পারে।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়ার আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা