X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পিকনিকে গিয়ে পদ্মায় বিকল নৌযানের ৪৫ যাত্রী উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২১, ১৬:২৫আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৬:২৭

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পদ্মা নদীতে বিকল হয়ে যাওয়া নৌযানে থাকা শিশু ও নারীসহ ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে পাবনা ঈশ্বরদীর লক্ষীকুণ্ডা ফাঁড়ির নৌ-পুলিশ।

রবিবার (২২ আগস্ট) বিকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টায় ৯৯৯ আলিমুজ্জামান নামে এক ব্যক্তি ফোনে জানান, তারা ১৫টি শিশুসহ ৪৫ জন একটি নৌযান যোগে (বাল্কহেড) পাবনার ঈশ্বরদীর গড়গড়িয়া শাহপুর থেকে দুপুর ১২টায় রাজশাহীর বাঘা মসজিদ পরিদর্শন ও পিকনিকের জন্য রওনা দিয়েছিলেন। পথিমধ্যে দুপুর ২টায় পাকশী হার্ডিঞ্জ ব্রিজের কাছে তারা যাত্রা বিরতি ও পিকনিক করেন। সেখানে সারাদিন অবস্থানের পর রাত সাড়ে ৯টায় তারা বাঘার উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু কিছুদূর চলার পর মাছ ধরার জাল পেঁচিয়ে তাদের নৌযানের প্রপেলার ভেঙে যায়। 

আলিমুজ্জামানের বরাত দিয়ে আনোয়ার সাত্তার আরও জানান, নদীতে তখন তীব্র স্রোত, তারা তাদের নৌযান তীরে ভেড়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি, আশপাশে আর কোনও নৌযানও তাদের চোখে পড়েনি। বিকল নৌযান নিয়ে প্রায় ঘণ্টাখানেক নদীতে ভাসার পর তারা উদ্ধার সহায়তা চেয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।  

৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি পাবনা জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং রাজশাহী নৌ-পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়। ৯৯৯ ডিসপাচার এএসআই (সহকারি উপ-পরিদর্শক) মুজাহিদ এবং ৯৯৯ ডিউটি টিম সুপারভাইজার ইন্সপেক্টর আব্দুল মজিদ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট নৌ-পুলিশ এবং কলারের সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে শুরু করেন।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে লক্ষীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির একটি উদ্ধারকারী পুলিশ দল রওনা দেয়ার প্রস্তুতি নেয়। কিন্তু এত লোককে উদ্ধারের জন্য একটি বড় নৌযানের ব্যবস্থা করা নৌ পুলিশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। নৌ পুলিশের ছোট টহল নৌযানে করে এত লোক উদ্ধার করা বা বিকল নৌযানটিকে টেনে নিয়ে আসা সম্ভব নয়।

পরে লক্ষীকুণ্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (সাব ইন্সপেক্টর) রিয়াদ হাসান ৯৯৯-কে ফোনে জানান। অবশেষে তারা একটি বড় নৌযানের ব্যবস্থা করতে সক্ষম হয়েছেন এবং বিকল নৌযান সহ যাত্রীদের নিরাপদে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। ততক্ষণে মধ্যরাত পার হয়ে রাত দেড়টা বেজে গেছে। পরে উদ্ধারকৃত যাত্রীদের ফাঁড়িতে রাত কাটানোর ব্যবস্থা করে হয় এবং খাবার ও পানীয় পরিবেশন করা হয়। পরদিন ২২ আগস্ট সকালে স্থানীয় জনপ্রতিনিধি ও মান্যগণ্য ব্যক্তিদের কাছে উদ্ধারকৃতদের হস্তান্তর করা হয়।

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
‘৯৯৯ সেবা’ কি যথেষ্ট দ্রুত সাড়া দেয়?
সন্তান বিক্রির পর মায়ের অনুশোচনা, ৯৯৯ নম্বরে কল করে উদ্ধার
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া