X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

উপকারভোগীদের বঞ্চিত করে প্রকল্পের গাছ বিক্রির অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি
২২ আগস্ট ২০২১, ১৭:১৭আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৭:১৭

দিনাজপুরের বিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি প্রকল্পের উপকারভোগীদের বঞ্চিত করে গাছ বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। ন্যায্য পাওনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বিনাইলের গোপালপুর এলাকার মহিলা সমিতির সদস্যরা। রবিবার (২২ আগস্ট) দুপুরে দিনাজপুর প্রেস ক্লাব সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ১২ জন নারীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রাশেদা বেগমের ছেলে মানিক। এ সময় সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে লায়লা, সালেহা, কুলসমা, রাজিয়া, মরিয়ম, জনতা ও জয়মণি উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘বাংলাদেশ সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ও কেয়ার বাংলাদেশের সহযোগিতায় বিল্ড, আইএফএসপি প্রকল্পের আওতায় ২০০২ সালের ১৫ মে বৃক্ষরোপণ কর্মসূচিতে মহিলা সমিতি গঠন করে আমরা ১৮ জন সদস্য চুক্তিবদ্ধ হই। সেই সঙ্গে গাছগুলো দেখাশোনার দায়িত্ব গ্রহণ করি। এ সময় ১৮ জন উপকারভোগী নারী সদস্যের প্রত্যেকের ভাগে ৬৫০টি গাছ বরাদ্দ হিসেবে মোট ১১ হাজার ৭০০টি বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছিল। চুক্তি মোতাবেক সরকার ৬০ ভাগ, মহিলা সমিতির সদস্যরা ২০ ভাগ এবং রাস্তা সংলগ্ন ভূমি মালিকরা ২০ ভাগ উপকারভোগী হিসেবে বিবেচিত হবেন। কিন্তু গত ২৮ জুলাই মূল্য নির্ধারণ না করে, প্রকাশ্য ডাক না দিয়ে এবং আমাদের শতকরা ২০ ভাগ কমিশন নির্ধারণ না করেই গোপনে বিক্রয়যোগ্য তিন হাজার ৮শ’ গাছের মধ্যে এক হাজার ২শ’ গাছ বিক্রি করা হয়েছে। এর সঙ্গে বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম, ভাইস চেয়ারম্যান মেজবাউল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সরকার ও ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানসহ অন্যরা জড়িত রয়েছেন এবং তারা বাকি দুই হাজার ৬শ’ গাছ বিক্রির পাঁয়তারা করছেন।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘এ ব্যাপারে আমরা চুক্তিবদ্ধ উপকারভোগী হিসেবে বিক্রিত গাছের বিক্রয় মূল্য জানতে চাইলে উল্লিখিত কর্মকর্তারা আমাদের কোনোরূপ অংশীদার বা ভাগ প্রাপ্য নয় বলে সাফ জানিয়ে দেন। আমরা সহযোগিতা পেতে সবার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করে বিফল হয়েছি।

‘প্রকল্পের আওতায় রাস্তার উভয় পাশে রোপণ করা বৃক্ষ সম্মিলিতভাবে আমরা দীর্ঘদিন দেখাশোনা করে যত্নের সঙ্গে বড় করেছি, বর্তমানে একেকটি গাছের মূল্য আনুমানিক ১০ হাজার টাকা। গোপনে বিক্রি করা গাছগুলোর আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা, যার মধ্যে আমাদের প্রাপ্য কমিশন শতকরা ২০ ভাগ হিসেবে দাঁড়ায় ১৩ লাখ ৩৪ হাজার টাকা। প্রাপ্য ২০ ভাগ কমিশনের অর্থ বুঝে পেতে এবং সরকারের সঙ্গে চুক্তি মোতাবেক সব প্রাপ্যসহ আগামীতে দুই হাজার ৬০০ গাছ বিক্রির সঠিক ব্যবস্থাপনাসহ সমুদয় কমিশন সুষ্ঠুভাবে বুঝে পেতে আমরা এতে জড়িত সাত জনকে আসামি করে মামলা করেছি।’

এ ব্যাপারে জানতে উপজেলা চেয়ারম্যান খায়রুল আলমের মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি। আর বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একটি মিটিংয়ে আছি, পরে কথা বলবো।’

বিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মণ্ডল বলেন, ‘ওই নারীদের তৎকালীন চেয়ারম্যান নাকি উপকারভোগী করেছিল। কিন্তু বর্তমান চেয়ারম্যান বলছেন যে তারা উপকারভোগী না। যারা উপকারভোগী তাদের নাকি টাকা দেওয়া হয়ে গেছে। গাছ বিক্রিতে জড়িত থাকার ব্যাপারে তিনি বলেন, ‘আমি কীভাবে জড়িত থাকবো। ইউনিয়ন চেয়ারম্যান দায়িত্বে রয়েছেন। আমাদের মাসিক মিটিংয়ে গাছ বিক্রির সিদ্ধান্ত হয়েছে। আমরা শুধু মিটিংয়ের সদস্য, আমাদের এখানে কিছুই নেই।’

এ ব্যাপারে বিনাইল ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ‘উপকারভোগী ১৮ জনের মধ্যে ছয় জনকে অর্থ দেওয়া হয়েছে, বাকি ১২ জনকেও দেওয়া হবে। গাছ কাটার অর্থ ব্যাংকে জমা রয়েছে। যারা টাকা পাননি তাদের ডাকা হয়েছিল এবং তাদের অর্থ দেওয়া হবে একথাও বলা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন