X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চাল আত্মসাৎ মামলায় কারাগারে সেই চেয়ারম্যান

পটুয়াখালী প্রতিনিধি
২২ আগস্ট ২০২১, ১৮:৫৪আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৮:৫৭

হতদরিদ্রদের চাল আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারসহ ছয় জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২২ আগস্ট) দুপুরে পটুয়াখালী সিনিয়র দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারা। আদালতের বিচারক রোখসানা পারভীন জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অপর পাঁচ জন হলেন—তৎকালীন (২০১৭ সাল) বাউফলের কনকদিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. মজিবুর রহমান, তালিকা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও তৎকালীন বাউফল উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, যাচাই-বাছাই কমিটির সদস্য আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মেসবা উদ্দিন তালুকদার এবং সংশ্লিষ্ট দুই ইউপি সদস্য নিজাম উদ্দিন ও আশরাফুল আলম কামাল।

দুদকের আইনজীবী আরিফুল হক টিটো বলেন, হতদরিদ্রদের জন্য বরাদ্দ চাল আত্মসাতের ঘটনায় ২০১৮ সালে মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক মানিক লাল দাস। পরে দুদকের তৎকালীন উপ-পরিচালক মানিক লাল দাস মামলা নিষ্পত্তি দাবি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে অভিযোগ পুনঃতদন্তে দুদককে নির্দেশ দেন আদালত। দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে চেয়ারম্যান শাহিনসহ ছয় জনকে অভিযুক্ত করে আবারও অভিযোগপত্র দাখিল করা হয়।

তিনি আরও বলেন, করোনাকালে দীর্ঘদিন আদালতের কার্যক্রম স্থগিত থাকায় আজ আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু আদালতের বিচারক রোখসানা পারভীন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠান।

এর আগে বাউফল উপজেলার সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনসার উদ্দিনকেও প্রকাশ্যে মারধর করেন চেয়ারম্যান শাহিন। ওই ঘটনায় মামলা হওয়ার পর তিনি গ্রেফতারও হয়েছিলেন। সম্প্রতি এক সালিশে বিচারপ্রার্থী কিশোরীকে বিয়ে করেন তিনি। এ ঘটনায় সারাদেশে সমালোচনার ঝড় ওঠে।

/এসএইচ/
সম্পর্কিত
জয়পুরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রামে কাস্টমসে দুদকের অভিযান
‘দুর্নীতিবাজ’ সেই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে তদন্ত হচ্ছে
চাঁদপুর ও ময়মনসিংহে দুদকের অভিযান
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন