X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তির সঙ্গে একমত নন মন্ত্রিপরিষদ সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ আগস্ট ২০২১, ১৩:২৬আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৬:৩৯

বরিশাল সদর উপজেলার ইউএনও’র বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে একমত নন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, অ্যাসোসিয়েশনের প্রেস রিলিজে যে ভাষা ব্যবহার করা হয়েছে সেটা ঠিক হয়নি। এটি ভুল হয়েছে বলে তারাও (সংগঠনের নেতারা) স্বীকার করে নিয়েছেন।

আজ সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।

গত ১৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা চালায়। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের।

এ ঘটনায় পরেরদিন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন। একইসঙ্গে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাকে গ্রেফতারের দাবি জানায় সংগঠনটি।

প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই ঘটনার পর আমরা নিজেরাই (প্রশাসনের কর্মকর্তা) কয়েকজন বসেছিলাম। নিজেদের মধ্যে সেখানেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেই আলাপে উঠে এসেছে, প্রেস রিলিজে যে ভাষা ব্যবহার করা হয়েছে- তা ঠিক হয়নি। পরে তাদের (সংগঠনের নেতাদের) জানানো হলে তারাও সেটি স্বীকার করে নিয়েছেন।

আর বরিশালের আলোচিত এই ঘটনা ‘ভুল বোঝাবুঝির’ কারণে ঘটেছে বলে মনে করেন মন্ত্রিপরিষদ সচিব। এটা নিজেরা বসেই সমাধান করতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি কেবিনেট মিটিংয়ের আলোচনাতেও উঠেছিল। তবে এটি নিজেদের মধ্যে আলোচনা করে খতিয়ে দেখে সমাধান করতে বলা হয়েছে।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ’ আইনের খসড়া অনুমোদন
নির্বাচন কমিশনারদের সুযোগ-সুবিধা সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন
কেবিনেটের সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ার কারণ জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিশ্বসাহিত্যের খবর
বিশ্বসাহিত্যের খবর
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের