X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে মাওলানা সাদ ও জোবায়েরপন্থীরা মুখোমুখি

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ আগস্ট ২০২১, ১৭:২১আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২০:৩১

ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে মসজিদে অবস্থান করা নিয়ে তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জুবায়েরের অনুসারীদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ নিয়ে দুই পক্ষের অনুসারীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মসজিদ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। এ নিয়ে তাদের অনুসারীদের মাঝে উত্তেজনা বিরাজ করে। পরে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্ত করে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলার কাজিয়াকান্দা মসজিদ থেকে সাদপন্থী ১৫-২০ জনের একটি দল সোমবার সকাল ১০টায় ফুলপুর বাসস্ট্যান্ড মসজিদে আসেন। খবর পেয়ে জোবায়েরপন্থীরা এসে সাদপন্থীদের বাধা দেন এবং চলে যাওয়ার জন্য বলেন। 

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জোহর নামাজের পর সাদপন্থী মুরুব্বি সারোয়ার হোসেন, সাফায়েত হোসেন ও জোবায়েরপন্থী মুরুব্বি নুরুল হক, জাকির হোসেনকে নিয়ে বৈঠকে বসে সমস্যার সমাধান করা হয়। 

সাদপন্থী তাবলিগ জামাতের মুসল্লিরা রোজা রাখায় ইফতার ও মাগরিবের নামাজ শেষে বাসস্ট্যান্ড মসজিদ ছেড়ে চলে যাবেন এই শর্তে উভয়ের মধ্যে বিরোধ মীমাংসা করা হয়েছে বলেও জানান ওসি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে মসজিদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
বিশ্ব ইজতেমাকে ‘ধর্মীয় পর্যটন’ ঘোষণার দাবিতে আইনি নোটিশ
তাবলিগের জুবায়ের-সাদপন্থীদের মারামারিতে প্রাণ গেলো এক মুসল্লির
তাবলিগ জামাতে আসা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা