X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উঠে গেছে পিচঢালাই, ৩ বছরেও হয়নি সংস্কার

মাসুদ আলম, কুমিল্লা
২৩ আগস্ট ২০২১, ২২:১৮আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২২:২২

কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড সড়কের মাথা থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) পর্যন্ত দুই কিলোমিটারের সড়কের বেহাল দশা। গত তিন বছরেও সড়কটি সংস্কার হয়নি। সড়কের পিচঢালাই উঠে যাওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। 

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের শেষ দিকে কুমিল্লার চাঁপাপুর থেকে বরুড়া পর্যন্ত ২৩ কিলোমিটার সড়কের সংস্কারকাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। একই সঙ্গে কুমিল্লা বিজিবি ক্যাম্প থেকে শুরু করে কোটবাড়ি বিশ্বরোড সড়কের মাথা পর্যন্ত সড়কের পাশে ড্রেন নির্মাণ শুরু করে কুসিক। ২৩ কিলোমিটার সড়কের মধ্যে সওজ অধিকাংশই সংস্কারকাজ শেষ করে। কিন্তু কুসিকের ড্রেন নির্মাণে ধীরগতিতে বেহাল হয়ে পড়া বাকি দুই কিলোমিটার সড়ক সংস্কারকাজ শুরু করতে না পারার অভিযোগ সড়ক জনপথের। 

ড্রেনের বায়না ধরে সংস্কারকাজ বন্ধ রাখার অভিযোগ করছে কুসিক। তাদের দাবি, সড়কের বাইরে ফুটপাত অতিক্রম করে কুসিক ড্রেন নির্মাণ করছে। এতে ড্রেনের সঙ্গে সড়ক সংস্কারের কি সম্পর্ক। তাদের উচিত মানুষকে না ভোগান্তিতে না ফেলে সড়কটি সংস্কার করা। 

সরেজমিনে দেখা যায়, কোটবাড়ি বিশ্বরোড সড়কের মাথা থেকে বার্ড পর্যন্ত সড়কের বেহাল দশা। চলাচলের অনুপযোগী সড়কটি খানাখন্দে একাকার। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বার্ড, বিজিবি ক্যাম্প, শালবন বিহার ও ময়নামতি জাদুঘরসহ কুমিল্লার প্রত্নতাত্ত্বিক স্থান এবং সরকারি-বেসরকারি প্রায় ৩০টির অধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার পথে। প্রায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা।

তিন বছরেও সড়কটি সংস্কার করতে না পারায় কুসিকের ওপর দোষ চাপিয়ে কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বি বলেন, ২৩ কিলোমিটারের সড়কটি সড়ক ও জনপথ অধিদফতরের। সড়কের প্রায় ৮৫ ভাগ কাজ ইতোমধ্যে শেষ। ১৫ ভাগ কাজ শেষ করা যাচ্ছে না সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের কারণে। কোটবাড়ি বিশ্বরোডের রাস্তার মাথা থেকে বার্ড পর্যন্ত দুই কিলোমিটার সড়কের এক পাশ দিয়ে সিটি করপোরেশন ড্রেন নির্মাণ করছে গত দুই বছর থেকে। তারা ড্রেন নির্মাণ করতে গিয়ে অধিকাংশ জায়গায় সড়ক কেটে ফেলেছে। সড়ক সংস্কারের জন্য ড্রেনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে সিটি করপোরেশনকে আড়াই বছর আগে চিঠি দিয়েছি।

কোটবাড়ি বিশ্বরোড সড়কের মাথা থেকে বার্ড পর্যন্ত সড়কের বেহাল দশা

তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হবে। তারা যত দ্রুত ড্রেনের কাজ শেষ করবে তত দ্রুত সড়কের সংস্কারকাজ শুরু করতে পারবো। ড্রেন নির্মাণে সড়কের ক্ষতি হয়। বারবার সংস্কার সম্ভব হবে না। 

কোটবাড়ি চাঙ্গিনী এলাকার বাসিন্দা মো. মোশারফ হোসেন বলেন, গত তিন বছর ধরে দেখছি কুসিক ড্রেন নির্মাণ করছে। এর দোহাই দিয়ে সওজ সড়কটি সংস্কার করছে না। খানাখন্দে ভরা সড়কটি এখন চলাচলের অনুপযোগী। আমরা দুর্ভোগ থেকে মুক্তি চাই।

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, মানুষের ভোগান্তি ও দুর্ভোগ চাই না। দুই কিলোমিটারের এই গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কার প্রয়োজন। সড়ক জনপথ ড্রেনের বায়না দেখিয়ে সংস্কারকাজ বন্ধ রেখেছে কুসিককে দোষারোপ করার জন্য। কুসিক ড্রেন নির্মাণ করছে সড়কের বাইরে ফুটপাত দিয়ে। সড়ক সংস্কারে ড্রেন নির্মাণের সঙ্গে কোনও সম্পর্ক নেই।

ধীরগতির কারণ জানতে চাইলে তিনি বলেন, ড্রেন নির্মাণ করতে গিয়ে আমরা কিছু বাস্তবতার মুখোমুখি হয়েছি। স্থানীয় বাসিন্দারা সড়কের ওপর বহুতল ভবন ও বাড়িঘর নির্মাণ করেছেন। সেগুলো সরিয়ে সড়কের পাশ দিয়ে পরিকল্পনা অনুযায়ী ড্রেন নির্মাণ করতে গিয়ে খুব বেশি সময় লেগেছে। নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। মাস খানেকের মধ্যে ড্রেনের নির্মাণকাজ শেষ হবে।

/এএম/
সম্পর্কিত
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
আড়াই শতাধিক মানুষের তৃষ্ণা মেটালেন জবি শিক্ষার্থীরা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম