X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কাবুল বিমানবন্দর যেন ‘নরক গুলজার’

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০২১, ০১:৩৩আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০১:৪১
image

ব্রিটিশ সেনাবাহিনীর অনুবাদক হিসেবে কাজ করা এক আফগান নাগরিক জানিয়েছেন দেশ ছাড়ার অপেক্ষায় নরকে অবস্থান করছেন তিনি। ওই ব্যক্তি জানিয়েছেন, অনুবাদক হিসেবে কাজ করা তার অন্য সহকর্মীরা ইতোমধ্যেই তালেবানের হুঁশিয়ারি পেয়েছেন। ২৪ ঘণ্টারও বেশি সময় ওই ব্যক্তি কাবুল বিমানবন্দরে স্ত্রী ও চার মাসের সন্তান নিয়ে অপেক্ষায় রয়েছেন।

তালেবান কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার পর ওই অনুবাদকের মতো হাজার হাজার মানুষ কাবুল বিমানবন্দরে বিমানে চড়ার অপেক্ষা করছেন। ৩১ আগস্টের মধ্যে সকলকে সরিয়ে নিতে মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য।

নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই অনুবাদক বলেন, ‘১৪, ১৫ ঘণ্টা ধরে পানি ও খাবার ছাড়া অপেক্ষা করছি। এখানে বহু মানুষ আছে, হাজার হাজার মানুষ।’ তিনি বলেন, ‘কাউকে জিজ্ঞেস করবো তারও উপায় নেই। আমি আসলে ব্রিটিশ দূতাবাসের কাউকে খোঁজার চেষ্টা করছি, শুধু জানতে চাই আমাদের সঙ্গে কী হচ্ছে। ইমেইলের পর ইমেইল পাঠাচ্ছি আর বলছি দয়া করে সাহায্য করুন। আর তারা কেবল বলছে, আমাদের অপেক্ষা করা উচিত।’

ওই অনুবাদক বলেন, ‘আমার কয়েক জন বন্ধু ইতোমধ্যে বেশ কিছু ইস্যুর মুখোমুখি হয়েছে, যেমন তাদের হুঁশিয়ার করেছে তালেবান। আমাদের বাড়িতেও কয়েক জন গিয়ে আমাদের সম্পর্কে জানতে চেয়েছে। আরও শত শত অনুবাদক রয়েছে তাদের জীবন ঝুঁকিতে। আর তাদের ভবিষ্যত খুবই অনিশ্চিত। আর মনে হচ্ছে আমরা নরকে আছি।’

ব্রিটিশ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হিয়াপি জানিয়েছেন, গত সপ্তাহে আফগানিস্তান থেকে ৬ হাজার ৬৩১ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আর দিনে নয়টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

ব্রিটিশ সরকারের হয়ে কাজ করা অনুবাদক ও অন্যদের যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। আফগান পুনর্বাসন ও সহায়তা নীতির (এআরএপি) আওতায় তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন। এই প্রকল্পের অধীনে আরও প্রায় দুই হাজার মানুষ কাবুলে অপেক্ষায় রয়েছেন বলে জানান ব্রিটিশ মন্ত্রী।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা