X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

অরক্ষিত ক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১

নীলফামারী প্রতিনিধি
২৪ আগস্ট ২০২১, ১৬:৩২আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৬:৩২

নীলফামারীতে ট্রেন ও ইটবোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। চিলাহাটি রেল স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৭টার দিকে ডোমার উপজেলার চিলাহাটি রেলপথের কাজিরহাট এলাকায় অরক্ষিত ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম শাকিল (২২)। তিনি ট্রাকের হেলপার ছিলেন। আহতরা হলেন- ট্রাকচালক হাসান মাহমুদ (৩৫) ও ইট ব্যবসায়ী আনিছুর রহমান (৪০)। তাদের স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ট্রেনের কোনও যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় ট্রেনটি বিকল হয়ে পড়ায় চিলাহাটি, ডোমার ও নীলফামারীর রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জুয়েল বসুনিয়া জানান, নওগাঁ থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৮১৮৫) কাজিরহাট রেল ক্রসিং পার হচ্ছিল। অন্যদিকে, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা মেইল ট্রেনটি খুলনার দিকে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার মারা যান। আহত হন ট্রাকচালক ও ইট ব্যবসায়ী। ট্রাকচালক ও হেলপারের বাড়ি নওগাঁয়। ইট ব্যবসায়ীর বাড়ি কাজিরহাটে। তিনি ইট এনে গ্রামে ব্যবসা করেন। ক্রসিংটি অরক্ষিত ও সেখানে কোনও গেটম্যান নেই। সেখানে সাইড বোর্ডে লেখা রয়েছে- গেটম্যান নেই, দেখে শুনে চলাচল করুন।

চিলাহাটি রেল স্টেশনের মাস্টার আশরাফুল ইসলাম জানান, সকাল ৬টা ৫০ মিনিটে ছেড়ে যায় খুলনাগামী ‘খুলনা মেইল’ ট্রেনটি। এর সাত মিনিট পর খবর এলো, চিলাহাটি থেকে পাঁচ কিলোমিটার দূরে কাজিরহাটে ইটবোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করলে ৩টা ২০ মিনিটে রেলপথটি সচল হয়। প্রায় ৯ ঘণ্টা রুটটি বন্ধ ছিল।

/এফআর/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
শাসন করতে গিয়ে ছুরির আঘাতে মেয়ের মৃত্যু, গ্রেফতার বাবা
বাসের ধাক্কায় চুয়েটের ২ শিক্ষার্থী নিহত, সহপাঠীদের আলটিমেটাম
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক