X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আফগানিস্তান ইস্যুতে পুতিনের সঙ্গে কথা বললেন মোদি

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০২১, ১৮:১০আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৮:১০

আফগান পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনে প্রায় ৪৫ মিনিট কথা হয় দুই নেতার।

ফোনালাপের পর টুইটারে দেওয়া পোস্টে মোদি বলেন, “আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনা নিয়ে ‘বন্ধু’ পুতিনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে উভয় পক্ষের সহযোগিতাসহ, ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক এজেন্ডার বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে উভয়েই একমত হয়েছি।”

এর আগে একই ইস্যুতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গেও কথা বলেন মোদি। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘সন্ধ্যায় চ্যান্সেলর ম্যার্কেলের সঙ্গে কথা হয়েছে। আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতিসহ দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে তার সঙ্গে আলাপ হয়েছে। ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার জন্য আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।’

এদিকে ভারতের কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, আফগানিস্তান থেকে ভারতীয়দের এয়ারলিফটের ওপর সরাসরি নজরদারি চালাচ্ছে দিল্লি।

এই উদ্যোগের নামকরণ করা হয়েছে 'অপারেশন দেবী শক্তি।' দেবী দুর্গার নাম অনুসরণ করে এয়ারলিফ্ট অপারেশনটির নামকরণ করা হয়েছে। দৃশ্যত দেবী দুর্গা অসুরদের হাত থেকে সাধারণ মানুষকে যেভাবে রক্ষা করতেন, সেই বিষয়টি মাথায় রেখেই এই নামকরণ করা হয়েছে। নরেন্দ্র মোদি দেবী দুর্গার ভক্ত এবং নবরাত্রিতে তিনি উপবাস করেন। তালেবান কাবুলের দখল নেওয়ার পরই দেশটিতে আটকে পড়া সব ভারতীয়কে নিরাপদে দেশে ফেরানোর নির্দেশ দেন তিনি।

এদিকে কাবুলে ভারতীয় দূতাবাস বন্ধ করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহা। তিনি বলেন, ‘যে কোনও পদক্ষেপ নেওয়ার আগে ভাবতে হবে তালেবানরা ভারত সম্পর্কে এখনও কোনও মন্তব্য করেনি। ভারতের প্রতিবেশী দেশ চীন, পাকিস্তান ছাড়াও রাশিয়া ইতোমধ্যেই তাদের সমর্থন দিয়েছে। যা অত্যন্ত চিন্তার বিষয়। এখন সময় অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার।’ সূত্র: ইন্ডিয়া টাইমস, নিউজ ১৮।

/এমপি/
সম্পর্কিত
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
সর্বশেষ খবর
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
তীব্র গরমে উচ্চ স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
তীব্র গরমে উচ্চ স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
হিজবুল্লাহর ৪০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
হিজবুল্লাহর ৪০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ