X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এক বছর পর চালুর দিনই হিলি দিয়ে ফল আমদানি বন্ধ

হিলি প্রতিনিধি
২৫ আগস্ট ২০২১, ১৭:৪৭আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৭:৪৭

দীর্ঘ এক বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত ২২ আগস্ট ফল আমদানি শুরু হয়। কিন্তু লোকসানের শঙ্কায় আবারও ফল আমদানি বন্ধ করে দিয়েছেন আমদানিকারকরা। বুধবার (২৫ আগস্ট) ফল আমদানিকারকের স্থানীয় প্রতিনিধি সোবহান মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২২ আগস্ট দুপুরে ভারত থেকে একটি ট্রাকে ১৭ টন ৬০০ কেজি আনার ফল আমদানির মধ্য দিয়ে দীর্ঘ এক বছর পর হিলিতে ফল আমদানি শুরু হয়। ঢাকার ভাটারা এলাকার আরিয়ান অ্যান্ড ব্রাদার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ফল আমদানি করে। ফল রফতানি করে ভারতের পশ্চিমবঙ্গের চন্দ্রমুখী কনস্ট্রাকশন ফার্ম নামের একটি রফতানিকারক প্রতিষ্ঠান। প্রতিটন আনার ৬০০ মার্কিন ডলার মূল্যে আমদানি করলেও কাস্টমস কর্তৃপক্ষ ৮২০ মার্কিন ডলার মূল্যে শুল্কায়ন করে। এতে ওই চালানটি ছাড় করতে ১১ লাখ ১৬ হাজার ১১৪ টাকা শুল্ক বাবদ পরিশোধ করতে হয়।

সোবহান মল্লিক বাংলা ট্রিবিউনকে জানান, দীর্ঘদিন পর বন্দর দিয়ে ফল আমদানি শুরু হরেও যে পরিমাণ শুল্ক পরিশোধ করতে হচ্ছে, তাতে ওই এক ট্রাক আমদানির পরই আমার সেই পার্টি বন্দর ছেড়ে চলে গেছে। সেদিন এক ট্রাকে ১৭ টন ৬০০ কেজি আনার আমদানি করলেও কাস্টমসে গাড়ির চাকা অনুযায়ী স্ল্যাব নির্ধারণ থাকায় আমাদেরকে ২৪ টনের শুল্ক পরিশোধ করতে হলো। যেখানে প্রকৃত শুল্ক ছয় থেকে সাত লাখ টাকা, সেখানে ১১ লাখ টাকার বেশি দিতে হয়েছে। ফলে পণ্য আমদানি করে লাভ তো দূরের কথা, আরও লোকসান গুনতে হচ্ছে। এ কারণে আর হিলি দিয়ে ফল আমদানি করবেন না বলে জানিয়েছেন আমদানিকারক। 
 
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আমরা মনে করেছিলাম দীর্ঘদিন পর বন্দর দিয়ে ফল আমদানি শুরু হওয়ায় সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের দৈনন্দিন আয় যেমন বাড়বে, তেমনি বন্দরে কর্মরত শ্রমিকদের আয় বাড়বে। কিন্তু ওই এক ট্রাক ফল আমদানির পর থেকে বন্দর দিয়ে আর কোনও ফল আমদানি হয়নি।

হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার কামরুল ইসলাম বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে নির্দেশনা দেওয়া রয়েছে, আপেল বা আনার আমদানির ক্ষেত্রে ছয় চাকার ট্রাকে সেই পণ্য আমদানি করা হলে তা ১৭ টন হিসাবে শুল্কায়ন করতে হবে। যদি ১০ চাকা বা তার বেশি কোনও ট্রাকে আমদানি করা হয়, তাহলে ন্যূনতম ২৪ টন হিসাবে শুল্কায়ন করতে হবে। সেই হিসাবে সেদিন যে আনার ফল আমদানি করা হয়েছে, পরিমাণ কম থাকলেও ১০ চাকার ট্রাকে সেটা আমদানি করায় আমরা ২৪ টন হিসাবে শুল্ক আদায় করেছি। এটা এনবিআরের নির্দেশনা। এর বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই।

/এসএইচ/
সম্পর্কিত
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
৫০ হাজার টন পেঁয়াজ আসবে ভারত থেকে
চার চালানে ভারত থেকে এলো এক হাজার মেট্রিক টন আলু
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!