X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জজ মিয়াকে এক মিনিটে ২ ডোজ টিকা দেওয়ার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ আগস্ট ২০২১, ১৮:৫৭আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৯:৪৪

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে জজ মিয়া (৩৯) নামের এক মুদি দোকানিকে এক মিনিটের মধ্যে করোনাভাইরাসের দুই ডোজ টিকা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মোহনগঞ্জ পৌর এলাকার মবিন রোডের বাসিন্দা জজ মিয়া টিকার দ্বিতীয় ডোজ নিতে গেলে স্বাস্থ্যকর্মী আলমগীর হোসেন এক মিনিটের মধ্যেই দুই ডোজ টিকা পুশ করে দেন। এই খবর ছড়িয়ে পড়লে গ্রহীতাকে ডেকে এনে তার স্বাস্থ্য পরীক্ষা করে পর্যবেক্ষণে রেখেছে স্বাস্থ্য বিভাগ।

জজ মিয়া জানান, টিকা কেন্দ্রে আসার পর সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্যকর্মী আলমগীর হোসেন ডান হাতে প্রথমে একটি টিকা পুশ করার এক মিনিট পর আরেকটি টিকা পুশ করেন। এরপর তিনি কাউকে কিছু না বলে বাসায় ফিরে যান। বাসায় গিয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানালে তা ছড়িয়ে পড়ে। এরপর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাকে ডেকে এনে স্বাস্থ্য পরীক্ষা করে বাসায় পাঠিয়ে দিয়েছেন। তিনি বর্তমানে সুস্থ আছেন বলে জানান তিনি।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শামসুল হক জানান, দুই ডোজ টিকা পুশ করার বিষয়টি জানতে পেরে জজ মিয়াকে ডেকে এনে তার স্বাস্থ্য পরীক্ষার পর কোনও সমস্যা না থাকায় বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে দুই ডোজ টিকা পুশের বিষয়টি স্বাস্থ্যকর্মী আলমগীর অস্বীকার করেছেন বলে জানান তিনি। এ বিষয়ে তদন্ত চলছে।

জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিয়া জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে তদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা মিললে দায়ী স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

উল্লেখ্য, গত ২৭ জুলাই জজ মিয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

/এফআর/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা