X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘বঙ্গমাতাকে বার্ট্রান্ড রাসেলের বই পড়ে বাংলা করে শোনাতেন বঙ্গবন্ধু’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২১, ২০:৫১আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২১:২৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বার্ট্রান্ড রাসেলের বই পড়ে তা বাংলা করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবকে শোনাতেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা জানান।

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘বঙ্গবন্ধু পরিবারের সকলে রাজনীতি করতেন এবং পড়াশোনা করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডেন কলেজে রাজনীতি ও লেখাপড়ার পাশাপাশি বেহালা বাজাতেন।’

দীপু মনি বলেন, ‘‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রাতিষ্ঠানিক শিক্ষা অল্প হলেও বই পড়ার প্রতি তার আগ্রহ ছিল। আমরা যদি সেই সময়টায় দেখি—একজন মানুষ স্বল্প শিক্ষিত, প্রাতিষ্ঠানিক তেমন কোনও শিক্ষা পাননি, ১০ বছর বয়সের পর বাড়িতেই পড়েছেন। নিজে গিয়ে নিউ মার্কেট থেকে বই কিনে নিয়ে আসতেন। স্বামী মুজিব যখন জেলখানা থেকে চিঠি লেখেন, চিঠিতে ছেলেমেয়েদের লেখাপড়ার কথা বলেন, ‘হাসু ও কামাল যেনও লেখাপড়া করে।’ একই সঙ্গে তাঁর স্ত্রীকেও বলতেন, ‘তুমি পড়াশোনাটা করবে।’ বঙ্গমাতার পড়াশোনা করার যে কেবল আগ্রহ ছিল তা-ই নয়, বঙ্গবন্ধুও তাকে পড়াশোনায় অনুপ্রাণিত করতেন। কয়টি বাড়িতে এমনটা দেখবো যে রাজনীতিক স্বামী (বঙ্গবন্ধু) পড়ছেন, শুধু আমাদের ইতিহাস নয়, সারা বিশ্বের সাহিত্য পড়ছেন, দর্শন পড়ছেন। আমরা দেখি, বঙ্গবন্ধু  বার্ট্রান্ড রাসেলের লেখা ইংরেজিতে পড়ছেন এবং সেটা অনুবাদ (বাংলায়) করে স্ত্রীকে শোনাচ্ছেন।’’

আলোচনা সভায় শিক্ষামন্ত্রী বলেন, ‘স্বাধীন দেশে শিক্ষার একটি সামগ্রিক দিকনির্দেশনা দিয়ে গেছেন বঙ্গবন্ধু। আমরা যেন তার দেখানো পথে চলতে পারি।’

মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকীর ভার্চুয়াল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এতে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্বাধীনতার ইতিহাস বেশি বিকৃত হয়েছে শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে: শিক্ষামন্ত্রী
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সাপ্তাহিক ছুটি কমতে পারে
‘প্রধানমন্ত্রী একজন মায়ের মমতায় দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন’
সর্বশেষ খবর
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’