X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মা-ছেলেকে অপহরণ: সিআইডির এএসপিসহ ৫ জন কারাগারে

দিনাজপুর প্রতিনিধি
২৫ আগস্ট ২০২১, ২১:০৬আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২১:০৮

দিনাজপুরে মা ও ছেলেকে অপহরণের ঘটনায় রংপুর সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি), উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৫ আগস্ট) বিকালে তাদেরকে দিনাজপুর আমলি আদালত-৪ (চিরিরবন্দর) এ তোলা হলে বিচারক শিশির কুমার বসু তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিউকিউটর মিন্টু কুমার পাল বলেন, ‘পাঁচ আসামির মধ্যে পলাশ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকিদের গ্রেফতারপূর্বক কারাগারে পাঠানো হয়েছে।’

এর আগে, মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বাঁশেরহাট এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। তারা হলেন- রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক, মাইক্রোবাসচালক হাবিব ও ঘটনার মূলহোতা নিমনগর বালুবাড়ী এলাকার এনামুল হকের ছেলে ফসিহ উল আলম পলাশ।

জানা গেছে, চলতি মাসে পলাশ নামের এক ব্যক্তি চিরিরবন্দর উপজেলার নান্দেরাই সালেমান শাহ পাড়া এলাকার লুৎফর রহমানের বিরুদ্ধে রংপুর সিআইডির কাছে ২৮ লাখ ৩০ হাজার টাকার প্রতারণার অভিযোগ করেন এবং টাকাগুলা উদ্ধারের জন্য আবেদন জানান। এই অভিযোগের ভিত্তিতে সোমবার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে ৬/৭ জন ব্যক্তি লুৎফরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা নিজেদেরকে ডিবি পুলিশের সদস্য ও র‌্যাবের সদস্য পরিচয় দিয়ে লুৎফর রহমানকে না পেয়ে স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীর আলমকে তুলে নিয়ে যায়। দিনাজপুর ডিবি কার্যালয়ে পরিবারের সদস্যদের খোঁজ করলে ডিবি পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়নি বলে জানায়। অপহরণকারীরা জাহাঙ্গীর আলমের মোবাইল থেকে ভুক্তভোগীদের উদ্ধারের জন্য ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরিবারের কাছে। এক পর্যায়ে ১৫ লাখ টাকা দাবি করে, অন্যথায় অপহৃতদের হত্যার হুমকি দেয়। পরে বিষয়টি চিরিরবন্দর থানা পুলিশকে অবহিত করে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরই মধ্যে অপহরণকারীদের আট লাখ টাকা দিতে চান লুৎফরের পরিবার। সেই মোতাবেক অপহরণকারীরা তাদেরকে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় আসতে বলে।

তারা টাকা নিয়ে রানীরবন্দর এলাকায় গেলে তাদেরকে দশমাইল এলাকায় আসতে বলে। জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা দশমাইল এলাকায় গেলে তাদেরকে বাঁশেরহাট এলাকায় আসতে বলে। বাঁশেরহাট এলাকায় এলে অপহরণকারীরা তাদের মাইক্রোবাস নিয়ে থামে এবং টাকা চায়। এ সময় ওত পেতে থাকা পুলিশ সদস্যরা অপহরণকারীদেরকে আটক করে প্রথমে চিরিরবন্দর থানায় নিয়ে যায়। এরপর পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনার মূলহোতা পলাশকে আটক করে। বিকালে পাঁচ আসামিকে আদালতে সোপর্দ করে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের দায়ের করা অভিযোগটি মামলা আকারে গ্রহণ করে এ পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়।

অপহরণের শিকার জহুরা বেগমের মেয়ের জামাই কামরুল হক বলেন, ‘অপহরণকারীরা আমার শাশুড়ি ও শ্যালককে নিয়ে যাওয়ার প্রথম আমাকে ফোন করে। আমার শ্যালক জাহাঙ্গীরের মোবাইল থেকে আমাকে বলা হয় যে, আপনার শাশুড়ি ও শ্যালককে ধরে নিয়ে এসেছি। উদ্ধার করতে চাইলে ১৫ লাখ টাকা নিয়ে আসেন। এ সময় আমি টাকা দিতে না চাইলে ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে অপহরণকারীরা বলেন, এক ঘণ্টার মধ্যে যদি টাকা না নিয়ে আসেন তাহলে আপনার শাশুড়ি ও শ্যালককে আর পাবেন না। এরপর আমি তাদেরকে আট লাখ টাকা দিতে চাইলে তারা আমার কাছে আরও এক লাখ টাকা বেশি নিয়ে যেতে বলে। সেই মোতাবেক আমরা টাকা নিয়ে যাই। সেখানে উপস্থিত থাকা পুলিশ সদস্যরা তাদেরকে আটক করেন।’

জহুরা বেগমের বোনের ছেলে শামসুল আলম মানিক বলেন, ‘আমার খালা ও ভাইকে নিয়ে যাওয়ার সময় অপহরণকারীরা মুখে টেপ লাগিয়ে দিয়েছিল।’

/এফআর/
সম্পর্কিত
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
সর্বশেষ খবর
দেশে তিনদিনের হিট এলার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিনদিনের হিট এলার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী