X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্রবাসীকে পিটিয়ে মারলেন বাবা-মা ও ভাই  

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ আগস্ট ২০২১, ১৩:২৩আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৩:২৩

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাবা, মা ও ছোটভাইয়ের মারপিটে এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির নাম শারফুল ঢালী (৪৫), তিনি দীর্ঘদিন লেবাননে থাকার পর দেশে ফিরেছিলেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পাগলা থানার চাকুয়া গ্রামে। মারধরে গুরুতর আহত শারফুল বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় অভিযুক্ত তার বাবা, মা ও ছোটভাই পলাতক রয়েছেন। 

প্রবাসীকে মারপিটের বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা থানার ওসি রাশেদুজ্জামান। তিনি বলেন, চাকুয়া গ্রামের ইসহাক ঢালীর ছেলে শারফুল দীর্ঘ আট বছর লেবাননে ছিলেন। সেখানে ভালো বেতনে চাকরি করতেন। গত ছয় মাস আগে তিনি দেশে ফিরেন। প্রবাসে কর্মরত অবস্থায় আয়-রোজগারের সমস্ত টাকা দেশে তিনি বাবার নামে পাঠিয়েছেন। দেশে ফেরতের পর তার বাবা তাকে জমানো টাকা দিতে অস্বীকৃতি জানান। এমনকি হাত খরচের টাকাও শারফুল ঢালী বাবার কাছে চেয়ে পেতেন না। এ নিয়ে তাদের মধ্যে সমস্যা চলছিল।

বুধবার (২৫ আগস্ট) সকালে টাকা-পয়সা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বাবা ইসহাক ঢালী, মা হোসনে আরা, ছোটভাই আশরাফুল ঢালী মিলে লোহার রড ও শাবল দিয়ে শারফুল ঢালীর মাথা, পা ও বুকে এলাপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেন এবং অর্ধমৃত অবস্থায় বসতঘরের একটি রুমে তালাবদ্ধ করে রাখেন। এসময় শারফুল ঢালীর চিৎকারে তার চাচা-চাচিসহ এলাকাবাসী উদ্ধারে এগিয়ে আসেন। তবে ইসহাক ঢালী, হোসনে আরা ও আশরাফুল ঢালী রড-শাবল-রামদা নিয়ে তাদের তাড়া করেন। পরে শারফুল ঢালীর চাচা নূরুল ইসলাম ঢালী. মো. ইসমাইল ঢালী ও চাচি নাছিমা খাতুন স্থানীয় ইউপি (নিগুয়ারি) চেয়ারম্যান শেখ শাহাবুদ্দিনকে জানান। 

খবর পেয়ে ইউপি চেয়ারম্যান শারফুল ঢালীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে শারফুল মারা যান।

ওসি রাশেদুজ্জামান আরও জানান, ঘটনার বিষয়ে এখনও কোনও মামলা হয়নি। তবে অভিযুক্ত বাবা, মা ও ছোটভাইকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

/টিটি/
সম্পর্কিত
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
ঈদের দাওয়াত দিয়ে বন্ধুকে পিটিয়ে হত্যা: যুবক গ্রেফতার
মোবাইল দেখা নিয়ে কথা-কাটাকাটি, মা-মেয়েকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ