X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শ্রদ্ধা জানাতে ভেড়া দিয়ে হৃদয় আঁকলেন কৃষক

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০২১, ১৪:২৭আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৪:৫৮
image

মহামারির মধ্যে বিচ্ছিন্ন হয়েছে বহু পরিবার। এই বিচ্ছিন্নতার কারণেই বেন জ্যাকসন তার এক প্রিয়জনকে বিদায় জানাতে পারেনি। অস্ট্রেলিয়ার এই কৃষক যখন চারশ’ কিলোমিটার দূরে নিউ সাউথ ওয়েলসে নিজের খামারে অবস্থান করছিলেন তখন কুইন্সল্যান্ডে দুই বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে হেরে যান তার চাচী ডেব্বি।

করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে ব্রিজবেন থেকে চাচীর শেষকৃত্যে যোগ দেওয়ার সুযোগ পাননি বেন জ্যাকসন। ফলে নিজের ভেড়া ব্যবহার করে চাচীর প্রতি ভালোবাসা দেখানোর সিদ্ধান্ত নেন তিনি।

বেন জ্যাকসনের লক্ষ্য ছিলো ভেড়ার যখন ছেড়ে দেওয়া হবে তখন সেগুলো যেন বিশাল একটি হৃদয় আকৃতি নেয়। হাজার হাজার ভেড়া মাঠে ছেড়ে দেওয়ার পর সেগুলো বিশালাকার নেবে-এমনটাই লক্ষ্য ছিলো তার।

বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পর তিনি একটি আনুমানিক আকার দিয়ে খাবার ছড়িয়ে দিতে সক্ষম হন। পরে ভেড়াগুলোকে সেখানে ছেড়ে দেন। আর এর ফলাফল ড্রোন ক্যামেরায় ধারণ করেন তিনি। অনলাইনে প্রকাশের পর বেন জ্যাকসনের সেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।

বেন জ্যাকসন বলেন, আমার সেখানে যাওয়ার এবং তাকে দেখার বা শেষকৃত্যে প্রার্থনা করার কোনও সুযোগ ছিলো না। ফলে আমি হতাশ এবং অসহায় হয়ে পড়ি-সত্যিই জানতাম না কি করতে পারি। কিন্তু যেহেতু আমি আগেই কিছুটা পশু খাওয়ানোর কাজ করেছি সেই কারণে আমি মাঠে বিশালাকার একটি হৃদয় আঁকার সিদ্ধান্ত নিলাম। যেটা সর্বোতভাবে ছিলো তার প্রতি আমার শ্রদ্ধা প্রদর্শন।’

গত সোমবার চাচী ডেব্বির শেষকৃত্য অনুষ্ঠানের আগেই ভিডিওটি স্বজনদের কাছে পাঠিয়ে দেন বেন জ্যাকসন। শেষকৃত্য অনুষ্ঠানে অন্যান্য আনুষ্ঠানিকতার পাশাপাশি দেখানো হয় ভিডিওটি।

গত কয়েক বছরে ভেড়া দিয়ে বেশ কিছু শিল্পকর্ম বানিয়েছেন বেন জ্যাকসন। বিভিন্ন প্রতীক আবার কখনও কোনও লোগোও বানিয়েছেন তিনি। তার এসব শিল্প কর্মের বড় ভক্ত ছিলেন তার চাচী।

/জেজে/
সম্পর্কিত
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
অভিবাসন সংকট: স্টুডেন্ট ভিসার নিয়ম কঠোর করলো অস্ট্রেলিয়া
প্রথম রোজার তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা