X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাস্তার পাশে কাঁদছিল নবজাতকটি

মোংলা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২১, ১৮:১৮আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৮:১৮

বাগেরহাটের কচুয়ায় রাস্তায় ফেলে যাওয়া অজ্ঞাত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার মধ্যপাড়া এলাকার রাস্তার পাশ থেকে নবজাতককে উদ্ধার করে থানায় নিয়ে যান গ্রামের লোকজন।

মধ্যপাড়া গ্রামের বাসিন্দা কৃষক আতিকুর রহমান হাওলাদার বলেন, গভীর রাতে নবজাতকের কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। বাড়ির সামনে রাস্তায় বের হই। চিৎকারে স্থানীয় আরও কিছু লোক এগিয়ে আসেন। কিছুদূর যেতেই দেখি রাস্তার পাশে কাঁদছে নবজাতক। পরে লুঙ্গি পেঁচিয়ে থানায় নিয়ে যাই। ধারণা করছি, জন্মের এক ঘণ্টার মধ্যে নবজাতককে রাস্তায় ফেলে গেছেন স্বজনরা। নাড়িকাটা স্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল।

পুলিশ জানায়, গ্রামের লোকজন নবজাতককে থানায় নিয়ে এলে কচুয়া উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নবজাতক অসুস্থ থাকায় বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধানে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গভীর রাতে আতিকুর রহমান হাওলাদারসহ কয়েকজন লোক নবজাতককে থানায় নিয়ে আসেন। তাৎক্ষণিক তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। শিশুর অভিভাবকদের খুঁজছে পুলিশ।

কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুরুল আলম বলেন, নবজাতকের ওজন কম। পুরোপুরি সুস্থ নয়। তাই উন্নত চিকিকৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত ৭ জুন বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর এলাকার সাইদুলের চায়ের দোকানের পেছনের ক্যারাম বোর্ডের ওপর থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করে পুলিশ। ২০২০ সালের ৩০ অক্টোবর মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের বাগান থেকে এক ছেলে নবজাতককে উদ্ধার করেন শাহ আলম হাওলাদার নামের এক ব্যক্তি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!