X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১৫ সেপ্টেম্বরের মধ্যে ঢাবির হল সংস্কারের নির্দেশ

ঢাবি প্রতিনিধি
২৬ আগস্ট ২০২১, ১৯:৩৩আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৯:৩৩

শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রম সম্পন্ন হওয়ার শর্তে ১৫ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয়ের হল খুলে অক্টোবরের প্রথম সপ্তাহে মাস্টার্স ও অনার্স চতুর্থ বর্ষের শিক্ষা কার্যক্রম শুরু করবে বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষা কার্যক্রম শুরু হবে নভেম্বরের মাঝামাঝি সময়ে। আর হল খুলে দিতে প্রস্তুতি নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। চলছে হল সংস্কারের কাজ। ১৫ সেপ্টেম্বরের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন উপাচার্য।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, আবাসিক হলগুলোর মেরামতসহ চলছে সংস্কারের কাজ। করোনা পরিস্থিতি বিবেচনায় হলের সামনে বসানো হচ্ছে হাত ধোয়ার বেসিন।

হলের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির  সভাপতি ও বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল বাছির বলেন,‘আমাদের উপাচার্য মহোদয় ১৫ সেপ্টেম্বরের মধ্যে সবকিছু সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। করোনা পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হলের গেটে হাত ধোয়ার বেসিন বসানো হচ্ছে, হল ক্যান্টিন-শৌচাগারের সংস্কারের কাজও চলছে।’

এদিকে বৃহস্পতিবার বিকালে  ইউজিসি থেকে বলা হয়, টিকা গ্রহণসাপেক্ষে ১৫ অক্টোবরের পর বিশ্ববিদ্যালয়গুলো খোলা যাবে। এ বিষয়ে জানতে চাইলে ঢাবি প্রক্টর ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সাধারণ সম্পাদক এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ইতোমধ্যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, তা এখনও বলবৎ আছে। যদি সিদ্ধান্তের পরিবর্তন হয়, আমরা শিক্ষার্থীদের জানিয়ে দেবো।’

অপরদিকে বিশ্ববিদ্যালয় গণসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলমের সই করা  সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের দ্রুত এনআইডি করে টিকা নিতে পরামর্শ দিয়ে বলা হয়— ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তাদেরকে অতিদ্রুত জাতীয় পরিচয়পত্র গ্রহণ ও কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শতভাগ শিক্ষার্থীর ভ্যাকসিন কার্যক্রম সম্পন্ন না হলে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা ব্যাহত হবে।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা