X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

উদ্বোধনের ১১ দিনেই বিকল সি-ট্রাক, ফেরি চলাচল বন্ধ

বগুড়া প্রতিনিধি
২৭ আগস্ট ২০২১, ১৪:২১আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৪:২৭

বগুড়া-জামালপুর নৌ পথে ইঞ্জিন বিকল হয়ে গত পাঁচ দিন ধরে সি-ট্রাক (ফেরি) চলাচল বন্ধ রয়েছে। উদ্বোধনের ১১ দিনের মাথায় সি-ট্রাক চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তাদেরকে আবার আগের মতো ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে যাচ্ছে।

এ বিষয়ে সি-ট্রাকের ইজারাদার জাহেদুর রহমান উজ্জ্বল তালুকদার জানান, শুক্রবার (২৭ আগস্ট) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নারায়ণগঞ্জ ডকইয়ার্ড থেকে একদল মেকানিক এসেছেন। আগামী সোমবারের মধ্যে চলাচল স্বাভাবিক হতে পারে।

দীর্ঘ প্রতিক্ষার পর গত ১২ আগস্ট বগুড়ার সারিয়াকান্দির কালিতলা ঘাট থেকে জামালপুরের মাদারগঞ্জ কাজলা ইউনিয়নের জামথল ঘাট রুটে বিআইডব্লিউটিসি পরিচালিত শহীদ আবদুর রউফ সেরনিয়াবাত নামে সি-ট্রাকের উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। উদ্বোধনের পর জামথল-কালীতলা ঘাটে প্রতিদিন একবার করে যাত্রী পারাপার শুরু হয়। তবে হালকা কোনও যানবাহন তোলা হয়নি। শুধু যাত্রী ও মোটরসাইকেল পারাপার করা হয়েছে। 

২০০ যাত্রী, ১৫টি মোটরসাইকেল ও দুই থেকে তিনটি হালকা যানবাহন ধারণ করার ক্ষমতা থাকলেও, শুধু যাত্রী ও মোটরসাইকেল পারাপার করা হচ্ছিল। সি-ট্রাকে কিছু আসন ফাঁকা থাকতো। এরই মধ্যে গত ২৩ আগস্ট যাত্রী নিয়ে ঘাট ছাড়ার পর যমুনা নদীর মাঝে সি-ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে উদ্ধারকারী ফেরির সহযোগিতায় সি-ট্রাকটি জামথল ঘাটে নেওয়া হয়।

সি-ট্রাক সার্ভিসের ইজারাদার জাহেদুর রহমান উজ্জ্বল জানান, কয়েক দিন সন্তোষজনক যাত্রী পারাপার হয়েছে। বিআইডব্লিউটিসি পুরাতন ইঞ্জিনের সি-ট্রাক সরবরাহ দেওয়ায় এটি হঠাৎ বিকল হয়ে যায়। ফলে গত পাঁচ দিন ধরে সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে আর্থিক ক্ষতি হচ্ছে। সেই সঙ্গে যাত্রীরাও দুর্ভোগে পড়েছে। ফলে আবারও ঝুঁকি নিয়ে নৌকায় যাতায়াত করছে তারা। তবে শুক্রবার সকালে নারায়ণগঞ্জের ডকইয়ার্ড থেকে একদল মেকানিক জামথলে সি-ট্রাকে এসে পৌঁছেছেন। তারা মেরামত কাজ করছেন। আশা করা হচ্ছে, আগামী সোমবার থেকে আবারও সি-ট্রাক চলাচল করবে।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান বলেন, ইঞ্জিন বিকল হওয়ায় বর্তমানে সারিয়াকান্দি-জামালপুর রুটে সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। প্রকৌশল শাখা ইঞ্জিন মেরামত করছে। আগামী দুই-তিন দিনের মধ্যে আবারও সি-ট্রাক চলাচল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া