X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইনডোর থেকে সেন্ট্রাল উইকেট, সবখানে সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২১, ১৭:৪৬আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৯:১২

৭২ ঘণ্টার কোয়ারেন্টিন কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান। আজ (শনিবার) দুপুরে মাঠে নেমে হালকা ওয়ার্ম-আপ সেরেই ব্যাট হাতে ইনডোরে চলে যান তিনি। সেখান শুরুতে স্পিনারদের সামলানোর পর বোলিং করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

দুপুর ২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে আসে বাংলাদেশ দল। শুরুর দিকেই সাকিব ব্যাট হাতে অনুশীলন সেরেছেন। অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ড সিরিজে স্পিনবান্ধব উইকেট হচ্ছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। মিরপুরের এমন উইকেটে বরাবরই ব্যাটিং করা বেশ কঠিন। অস্ট্রেলিয়া সিরিজেও তেমনটাই দেখা গেছে। নিজেদের কন্ডিশনেও সাকিব-মাহমুদউল্লাহদের সাবলীল ব্যাটিং দেখা যায়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজসেরা হওয়া সাকিব প্রায় প্রতি ম্যাচে শুরুটা ভালো করলেও ইনিংস লম্বা করতে পারেননি।

তাই তো নিউজিল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগে ব্যাটিংয়েই চোখ সাকিবের। এদিন প্রথম ১৫ মিনিটের মতো নাসুম-তাইজুল-মেহেদীদের বিপক্ষে ব্যাটিং করলেন। পরে পেসারদের বিপক্ষে খেলেছেন। শুরুতে রক্ষণাত্মক মুডে ব্যাট করলেও সময় গড়ানোর সঙ্গে বোলারদের ওপর চড়াও হন। তাসকিন-নাসুমদের বেশ কিছু বলে স্কুপ করতে দেখা গেছে সাকিবকে।

দ্বিতীয় দফায় আবার কিছু সময় ব্যাটিং অনুশীলন করেছেন বাঁহাতি অলরাউন্ডার। বিকাল সাড়ে ৪টার দিকে সেন্ট্রাল উইকেটে ব্যাট হাতে নেমে যান। উদ্দেশ্য একটাই, নিউজিল্যান্ড সিরিজে নিজেদের কন্ডিশন জয়!

মিরপুরের টার্নিং উইকেটে ব্যাটিংটা ভালো করতে কেবল সাকিবই নয়, দলের সব ব্যাটসম্যানই বাড়তি পরিশ্রম করছেন। নিজেদের কন্ডিশনে ব্যাটিংটা ভালো না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটাও যে হবে না!

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে পাঁচ দিনের অনুশীলনের সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। আগামী তিন দিন অনুশীলনের পরে ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। এরপর বাকি ম্যাচগুলো যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সব ম্যাচ শুরু বিকাল ৪টায়।

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে বিসিবি ১৯ জনের দল ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। বাবা-মায়ের করোনা আক্রান্তের খবরে জিম্বাবুয়ে সিরিজের মাঝপথে দেশে ফিরে আসেন মুশফিক। অস্ট্রেলিয়ার সিরিজ খেলতে চাইলেও তাদের দেওয়া কঠিন শর্তের মারপ্যাচে খেলা হয়নি। এক সিরিজ পরে দেশের সেরা উইকেটকিপার ব্যাটসম্যান ফিরেছেন জাতীয় দলে।

অন্যদিকে শ্বশুরের অসুস্থতায় অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছুটি নেওয়া লিটনও ফিরেছেন নিউজিল্যান্ড সিরিজে। জিম্বাবুয়ে সিরিজ চলাকালীন বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরে এসেছিলেন বিপ্লব। পরে খেলা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিউইদের বিপক্ষে এই লেগ স্পিনারও ফিরেছেন।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
দ্বিতীয় টেস্টে ফিরলেন সাকিব
লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেন সাকিব
ভুল শুধরে সফল অঙ্কন, জিতেছে মোহামেডান
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়