X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধুর খুনিরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়’

জামালপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০২১, ১৮:৫৪আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৮:৫৭

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, যারা দেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, ইতিহাস মুছে ফেলতে চায়, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়- তারা এখনও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।

শনিবার (২৮ আগস্ট) জামালপুরের সরিষাবাড়ীর ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত গভর্নিং বডির পরিচিতি, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় ২০০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, আমরা রক্ত দিয়ে কিনেছি বাংলাদেশ। কারও দয়ার দান না। কেউ আমাদের ভিক্ষা দেয়নি। আমার পিতা, পূর্বপুরুষেরা রক্ত দিয়ে দেশকে কিনেছেন। এ জন্য আমাদের অনেক দায় আছে। বঙ্গবন্ধুর মূল খুনি, প্রধান খলনায়ক, প্রধান পৃষ্ঠপোষক, প্রধান কুশীলব এবং মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীর নাম জিয়াউর রহমান। আমরা যারা মুক্তিযুদ্ধের পরে জন্মেছি, যারা ভবিষ্যতে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণ করবো, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করবো, তাদের কাছে অনুরোধ; খুনি জিয়ার মুখোশ উন্মোচন করা। আজকের দিনের শপথ, অনেকের মরণোত্তর বিচার হয়েছে, বাংলার মাটিতে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার ২১ বছর পর্যন্ত আওয়ামী লীগকে বিতাড়িত করে দেশকে পাকিস্তান বানানোর চেষ্টায় রাজনীতি করা জিয়ার প্রেতাত্মা খালেদা জিয়া ও এরশাদের ২১ বছরের দুঃশাসন দেখেছি। ২১ বছর পর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী হলেন। বঙ্গবন্ধুর খুনের বিচার হলো। যুদ্ধাপরাধী ও রাজাকারদের বিচার হলো। জাতীয় চার নেতা হত্যার বিচার হলো। ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার হলো। পলাতক খুনিদের বিদেশ থেকে আইনি প্রক্রিয়ায় বাংলার মাটিতে এনে আদালতের রায় কার্যকরের অপেক্ষা এখন। 

প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু একটি মামলা, একটি বিচার, একটি রায় বাকি। সেটি হলো মূল খুনির মরণোত্তর বিচার। জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতেই হবে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে এই বিচার সম্পন্ন করে কালো দাগ মুছে ফেলতে চাই। এই আমার শপথ, এই আমার অঙ্গীকার। 

ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ, পৌর মেয়র মনির উদ্দীন, ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেল। এর আগে প্রতিমন্ত্রী সরিষাবাড়ী পৌরসভা প্রাঙ্গণে সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন।

/এএম/
সম্পর্কিত
পুনর্বাসনের আগে বস্তি উচ্ছেদ নয়: তথ্য প্রতিমন্ত্রী
টিভি চ্যানেলের বেআইনি ফিড দিলে আইনি ব্যবস্থা
ভুটানি ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন
সর্বশেষ খবর
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!