X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

খাঁচায় থাকবে না চিড়িয়াখানার প্রাণী

চৌধুরী আকবর হোসেন
২৮ আগস্ট ২০২১, ২৩:৫২আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২৩:৫২

খাঁচাবন্দি থাকবে না জাতীয় চিড়িয়াখানার কোনও প্রাণী। প্রকৃতির আবহে বিশেষ বেষ্টনির মধ্যে ‘খোলা’ পরিবেশেই বিচরণ করবে ওরা। দর্শনার্থীদের আধুনিক ও বিশ্বমানের চিড়িয়াখানা উপহার দিতে মাস্টারপ্ল্যান করে সেটা বাস্তবায়ন করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। পরিকল্পনা প্রণয়ন শেষে প্রাণীদের ধরনের ভিত্তিতে আলাদা জোন করে তা বাস্তবায়নে সময় লাগতে পারে ১০-১৫ বছর।

জানা গেছে, চিড়িয়াখানাকে আধুনিক ও বিশ্বমানের করতে সিঙ্গাপুরের একটি কনসালটেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই মাস্টারপ্ল্যান করছে। এরপর ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। অবশ্য করোনা মহামারির কারণে গতি কমেছে মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশে চিড়িয়াখানা দেখতে যান। আমরা চাচ্ছি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো করে আমাদের জাতীয় চিড়িয়াখানাকে বিশ্বমানের করে তুলতে। তখন অন্যদেশ থেকেও মানুষ আমাদের চিড়িয়াখানা দেখতে আসবে। এজন্য মাস্টারপ্ল্যান দরকার। পরামর্শক নিয়োগ করা হয়েছে, তারা কাজ করছেন।

খাঁচায় থাকবে না চিড়িয়াখানার প্রাণী জানা গেছে, পশু-পাখিদের ধরনের ভিত্তিতে চিড়িয়াখানাকে পাঁচটি জোনে ভাগ করা হবে। একই জাতীয় প্রাণীগুলো এক জোনে রাখা হবে। মাছের জন্য একটি অ্যাকুরিয়াম করা হবে, দেশ-বিদেশের মাছের প্রর্দশনী হবে। চিড়িয়াখানায় পশুপাখিদের জন্য হাসপাতালের আকার বাড়ানোসহ আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হবে। এ ছাড়া, প্রাণীদের বর্জ্য সরিয়ে নেওয়া, পানি শোধন করতে ব্যবহার করা হবে আধুনিক যন্ত্রপাতি।

মাস্টারপ্ল্যান প্রসঙ্গে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. আব্দুল লতিফ বলেন, প্রথমে দরকার পরিকল্পনা। আমরা কীভাবে, কী করবো। মাস্টারপ্ল্যানে সব উঠে আসবে। চিড়িয়াখানা আধুনিক হবে কীভাবে সেটাও থাকবে।

দেশে ১৯৬৪ সালে হাইকোর্ট প্রাঙ্গনে প্রথম চিড়িয়াখানা হয়। এরপর ১৯৭৪ সালে মিরপুরে ২১৩ দশমিক ৪১ একর জায়গায় চিড়িয়াখানা স্থানান্তর হয়। যদিও পরে বন্যা নিয়ন্ত্রণে বাঁধের জন্য ৬ দশমিক ৬৫ একর, কেন্দ্রীয় মুরগির খামারের জন্য ২০ দশমিক ১৩ একর জায়গা ছেড়ে দেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এখন ১৮৬ দশমিক ৬৩ একর জায়গায় রয়েছে চিড়িয়াখানাটি।

সাফারি পার্কের আদলে চিড়িয়াখানা রূপান্তরের পরিকল্পনা উল্লেখ করে ডা. আব্দুল লতিফ বলেন, আমরা আর পশু-পাখিদের খাঁচার ছোট জায়গায় আটকে রাখবো না। সাফারি পার্কের আদলে খোলা জায়গায় রাখা হবে। এমনভাবে বেষ্টনি দেওয়া হবে যাতে পশুপাখিরা মনে না করে তারা বন্দি আছে। কোথাও প্রয়োজনে বিদ্যুতায়িত নেট থাকবে। তবে এসব কোনও কিছুই দৃশ্যমান থাকবে না।

খাঁচায় থাকবে না চিড়িয়াখানার প্রাণী নিশাচর প্রাণিদের দেখার জন্য রাতেও খোলা থাকবে চিড়িয়াখানা। দর্শনার্থীদের জন্য আরও সুযোগ-সুবিধা বাড়ানো হবে। বয়স্ক ও শিশুদের জন্য ট্রাভেল কার্ট থাকবে। বিভিন্ন জোনে থাকবে রেস্তোরাঁ।

পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘ সময় প্রয়োজন বলে জানালেন চিড়িয়াখানার পরিচালক। তিনি বলেন, প্রাণীগুলোকে অন্য কোথাও স্থানান্তর সম্ভব নয়। একটা জোন প্রস্তুত হলে প্রাণীদের সেখানে সরিয়ে নিয়ে আরেক জোনের কাজ করতে হবে। সার্বিক কাজ শেষ করতে ১৫ বছরও লেগে যেতে পারে।

/এফএ/
সম্পর্কিত
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
কারাগারে বন্দির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য
কেন্দ্রীয় কারাগারের বন্দির মৃত্যু
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা