X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে শিক্ষাজীবনের ক্ষতি হচ্ছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২১, ১৬:৩৩আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৭:০৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে বয়োজ্যেষ্ঠদের জীবন বাঁচাতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

রবিবার (২৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন দাবি করেন ওবায়দুল কাদের।

শনিবার (২৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ‘সরকার আন্দোলন ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। আন্দোলনের ভয়ে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে’, বিএনপির এ অভিযোগও নাকচ করেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, ‘প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে প্রয়োজনীয় বিধিনিষেধ জারি করা হয়। এরই অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ফলে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অপূরণীয় ক্ষতি হলেও তাদের এবং পরিবারের বয়োজ্যেষ্ঠদের জীবন বাঁচাতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়। এটি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা বিশ্বের স্বীকৃত প্রক্রিয়ার একটি অংশ।’

তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার সব সময় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করছে। উন্নত বিশ্বের দেশগুলোতে যে প্রক্রিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে, আমাদের দেশেও সেই প্রক্রিয়া অনুসরণ করা হবে। তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে টিকা প্রদান করা হচ্ছে। এমনকি উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থাপনায় টিকা প্রদান করা হচ্ছে।’

একটি মহল শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে ষড়যন্ত্র করছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার যখন শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে, তখন একটি মতলবি মহল এটিকে নস্যাৎ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান-কেন্দ্রিক অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বর্তমানে বিএনপি নেতাকর্মীদের আচরণ ও উসকানিমূলক বক্তৃতা-বিবৃতি পর্যালোচনা করলেই বোঝা যায় যে তারা দেশবিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সাম্প্রতিক সময়ে চন্দ্রিমা উদ্যানে পুলিশের ওপরে তাদের নেতাকর্মীদের হামলা এবং মেট্রোরেলের যানবাহন ভাঙচুরের ঘটনায় যার প্রতিফলন ঘটেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধবিরোধী কোনও ষড়যন্ত্রকে ভয় করে না। যেকোনও ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়ার রাজনৈতিক শক্তি আমাদের রয়েছে।’

শেখ হাসিনা ছাত্র রাজনীতি নিয়মিত ছাত্রদের হাতে তুলে দিয়েছেন বলে জানান কাদের। বলেন, ‘অসুস্থ ধারার ছাত্র রাজনীতির বিপরীতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তিনি সেটি করেছেন।’

ছাত্রসমাজ কারও স্বার্থরক্ষার পাহারাদার হবে না বলে মনে করেন কাদের। তিনি বলেন, ‘শিক্ষা এ দেশের মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রতিষ্ঠায় শেখ হাসিনার সরকার সর্বদা বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।’

/পিএইচসি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ