X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের সংবাদ সম্মেলন

ঢাবি প্রতিনিধি
২৯ আগস্ট ২০২১, ১৬:৪৪আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৬:৪৪

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দলীয় কর্মসূচি পালনকালে ছাত্রদলের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করে তার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ঢাবি ছাত্রদল।

রবিবার (২৯ আগস্ট) দুপুর বারোটার ঢাবি সাংবাদিক সমিতিতে সংগঠনটির নেতৃত্ববৃন্দ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ঢাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, "গত ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক অনুষ্ঠানে ছাত্রলীগকে প্রস্তুত ও সতর্ক থাকতে বলা হয়েছে। এ দ্বারা বুঝা যায় বিরোধী দলীয় ছাত্র সংগঠনকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিতাড়িত করাই এর লক্ষ্য। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইক শোডাউন দিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। এতে আমাদের ১৯ জন নেতাকর্মী গুরুতরসহ আরও বেশ কিছু নেতাকর্মীও আহত হয়েছেন। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই এবং বিচার দাবি করছি।

তিনি আরও বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদলকে বিতাড়ন করার সুগভীর চক্রান্তের অংশ হিসেবে বারবার আমাদের ওপর হামলা চালাচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগ চায় ছাত্রদল যেন ক্যাম্পাসে না থাকতে পারে। আমরাও হুঁশিয়ার করে বলতে চাই, এই দিন দিন না আরও দিন আছে। আপনারাও বিরোধী দলে আসবেন এটাও মাথায় রাখবেন। এসব হামলার জবাব আপনারা পাবেন।

এসময় ঢাবি শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আকতার হোসেন বলেন, "আমাদের দুইজন কেন্দ্রীয় নেতাকে যখন সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী গুম করার উদ্দেশ্যে গ্রেফতার করে নিয়ে যায় তখন স্বাভাবিকভাবে এর প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। প্রতিবাদের অংশ হিসেবে আমরা শহিদ মিনার থেকে মিছিল নিয়ে টিএসসির দিকে যাওয়ার সময় বিএনসিসির অফিস পার হলেই ছাত্রলীগ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর হামলা করেছে। তাতে আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে।

তিনি আরও বলেন, "বর্তমান সরকার যেমন কোনও ধরনের প্রতিযোগিতায় বিশ্বাস করে না ঠিক তেমনি ছাত্রলীগও কোন ধরনের প্রতিযোগিতায় বিশ্বাস করে না।”

/এমএস/
সম্পর্কিত
সাক্ষীতেই আটকে আছে বর্ষবরণে যৌন হয়রানি মামলার বিচার
মঙ্গল শোভাযাত্রা ১৫ মিনিট পেছালো
বর্ষবরণে চারুকলায় শেষ মুহূর্তের ব্যস্ততা
সর্বশেষ খবর
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ