X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

হাসপাতালে যাওয়ার একমাত্র সড়ক নদীগর্ভে

বরিশাল প্রতিনিধি
২৯ আগস্ট ২০২১, ১৬:৫৭আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৬:৫৭

বরিশালের বাবুগঞ্জ উপজলার স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের একমাত্র পাকা সড়কটি সুগন্ধা নদীর ভাঙনে বিলীন হওয়ার দুই দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে রোগী, ওই হাসপাতালের স্টাফসহ ওই সড়কে চলাচলকারী সাধারণ জনগণকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। যত দ্রুত সম্ভব ভাঙন রোধ করে সড়কটি সংস্কারের দাবি করেছেন তারা।

দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান বলেন, ‘গত শুক্রবার বিকালে ওই সড়কে ফাটল দেখা যায়। শনিবার সকালে হঠাৎ ৫শ’ গজ এলাকাজুড়ে পাকা সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে হাসপাতালের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সড়ক ছাড়া গ্রামবাসীর চলাচলের একটি পথ থাকলেও সেটি দিয়ে অনেকদূর ঘুরে হাসপাতালে যেতে হয়। আর ওই সড়কের প্রশস্ততা কম থাকায় সেখান থেকে রোগী বহনকারী গাড়ি যেতে সমস্যা হবে। তাছাড়া হাসপাতালের কর্মরতদের চাকরিস্থলে যেতে বেড়েছে দুর্ভোগ।’ 

চেয়ারম্যান আরও বলেন, ‘এর আগে ওই স্থানে ভাঙন প্রতিরোধে জরুরি কাজের নামে পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিওব্যাগ ফেললেও ভাঙন ঠেকানো যায়নি। কাজের মান ভালো না হওয়ায় এ অবস্থা হয়েছে। ওই কাজ ভালো হলে এ সড়কটি নদীগর্ভে বিলীন হওয়ার কথা নয়।’

সুগন্ধা নদীর ভাঙনে ক্রমেই ছোট হয়ে আসছে বাবুগঞ্জ উপজেলার মানচিত্র। প্রতিদিন সুগন্ধার বুকে বিলীন হয়ে যাচ্ছে নদী তীরবর্তী বসতবাড়ি, ফসলি জমিসহ বহু স্থাপনা। ইতোমধ্যে উপজেলার দেহেরগতি ইউনিয়নের চরসাধুকাঠি, বাহেরচর ঘোষকাঠি, উত্তর রাকুদিয়াসহ নদী সংলগ্ন গ্রামের বহু ঘরবাড়ি, ফসলি জমি, মসজিদ, নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সুগন্ধার অব্যাহত ভাঙনে বহু পরিবার তাদের শেষ আশ্রয়টুক হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছে। ভাঙনরোধে দ্রত ব্যবস্থা গ্রণের দাবি জানিয়েছেন চেয়ারম্যানসহ স্থানীয় বাসিন্দারা।

এদিকে অভিযোগ উঠেছে, গত আট মাস আগে ওই স্থানে পানি উন্নয়ন বোর্ড থেকে ৪০ লাখ টাকার বালি ফেলা হলেও তা কোনও কাজে আসেনি। ঠিকাদারের অনিয়মের কারণে বালির বস্তায় ভাঙন প্রতিরোধ হয়নি বলে দাবি স্থানীয়দের।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ‘আগামীকাল (সোমবার) থেকেই ভাঙন প্রতিরোধ করে সড়ক নির্মাণের কাজ শুরু হবে। কাজের মান যাতে ভালো হয় সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, যাবেন হাসপাতালে
পেটে ঢুকে যাওয়া দুই ফুট এক ইঞ্চি লম্বা কুঁচিয়া বের করা হলো অস্ত্রোপচার করে
ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, ৪ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র
সর্বশেষ খবর
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের