X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

টাকার বিনিময়ে টিকা প্রয়োগ, স্বাস্থ্যকর্মী বরখাস্ত

চাঁদপুর প্রতিনিধি
৩০ আগস্ট ২০২১, ১৩:৫০আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৩:৫০

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় টাকার বিনিময়ে বাড়ি গিয়ে করোনার টিকা প্রয়োগের অপরাধে ইপিআই পোর্টারম্যান (টিকা বাহক) জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পোর্টারম্যান।

গত ১৯ আগস্ট উপজেলার মরাদন গ্রামে ও ২২ আগস্ট ঠাকুরচর গ্রামে টাকার বিনিময়ে বাড়ি গিয়ে টিকা দিয়ে আসেন জাকির হোসেন। বিষয়টি জানতে পেরে ২২ আগস্ট চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহর নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মাইনুল ইসলাম মোনাসকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে জাকির টাকার বিনিময়ে বাড়িতে গিয়ে টিকা দিয়েছেন বলে প্রমাণ পাওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডা. নাইমুল ইসলাম মোনাস বলেন, প্রাথমিকভাবে জাকিরের বিষয়ে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত অব্যাহত আছে।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বলেন, পোর্টারম্যান জাকিরের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে একটি চিঠি সিভিল সার্জন কার্যালয় ও ডিজি বরাবর পাঠিয়েছি। তদন্ত শেষে যদি জাকিরের সাথে সম্পৃক্ত কারও প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্ল্যাহ বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করতে আগামীকাল মঙ্গলবার পূর্ণাঙ্গ প্রতিবেদন আমার কাছে জমা দেবে তদন্ত কমিটি। প্রতিবেদন আসলে পুরো বিষয়টি বোঝা যাবে।

তিনি আরও জানান, দৈনিক হাজিরা ভিত্তিতে টিকা বহন করতেন জাকির। সবার অগোচরে তিনি কিছু টিকা সরিয়ে রাখেন। পরে একটা বাড়িতে গিয়ে সেগুলো দেন। বিষয়টি জানতে পেরে তাকে বরখাস্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মতে তার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
মধুমতি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
যুক্তরাষ্ট্র থেকে কোটি টাকার মাদকের পার্সেল, আটক ৩
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা