X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এক লাথির প্রতিশোধে নৃশংস খুন

নাটোর প্রতিনিধি
৩০ আগস্ট ২০২১, ১৯:০৫আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৯:০৫

সাত মাস আগে এলাকার এক তরুণীকে উত্যক্ত করার অপরাধে এক বখাটেকে ধাওয়া দেয় স্থানীয়রা। ওই ঘটনার সময় তরুণীর প্রতিবেশী নৌকার মাঝি আরজু ওই উত্যক্তকারীকে লাথি মারেন। সেই লাথির জেরে নৃশংস খুনের শিকার হন নাটোরের ওই মাঝি। গুরুদাসপুরের বিলসা বিলের পানি থেকে তার লাশ উদ্ধারের দুই দিন পর উন্মোচন হয়েছে এ হত্যার রহস্য। ইতোমধ্যেই গ্রেফতার হয়েছে বায়েজিদ বোস্তামী (১৮) নামের এক খুনি। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এ হত্যাকাণ্ডের রোমহর্ষক ঘটনা। গ্রেফতার বায়েজিদ গুরুদাসপুর উপজেলার বলিহরিবাড়ি এলাকার নাসির বোস্তামীর ছেলে।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, ‘‘লাথি দেওয়ার ঘটনার প্রতিশোধ নিতে বায়েজিদকে দিয়ে চলনবিলের তিশিখালী মাজারে যাওয়ার কথা বলে ৭০০ টাকায় খুনিরা ভাড়া করে নিহত মাঝির নৌকা। সিংড়া থানার বিলদহর বাজার থেকে ওই নৌকায় ওঠে বায়েজিদ হরদমা প্রাইমারি স্কুলের পাশে যায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী  হরদমা থেকে বায়েজিদের দুই বন্ধু নৌকায় ওঠে। সেই সময় বৃষ্টি হচ্ছিল। আরজু দুইজনকে দেখেই ঘাবড়ে গিয়ে বলেন, ‘তোরা এখানে কেন?’ তখন দুই বন্ধু বলে, ‘আমরা সারারাত পিকনিক করব। আমরাই তো নৌকা ঠিক করেছি। নৌকা ছাড়।’ নৌকা হরদমা হয়ে মাঝ বিলে পৌঁছা মাত্রই পরিকল্পনা অনুযায়ী ওই দুই বন্ধু বলে, ‘ইঞ্জিন বন্ধ কর।’ কচুরিপানার সঙ্গে নৌকা লাগিয়ে তারা সেখানে গল্প করতে থাকে। এই সময় তিন বন্ধু নৌকায় বসে গাঁজা সেবন করে। একপর্যায়ে তারা মাঝি আরজুকে বসায়। দুই বন্ধুর একজন গলা অপর জন পা ধরে বায়েজিদকে নৌকা বাঁধার রশি খুলে আনতে বলে। এরপর মাঝির দুই পা ও হাত বাঁধে।’’

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘‘এরপর এক খুনি মাঝিকে বলে, ‘তোর জীবনের দাম কত? তুই না অনেক শক্তিশালী? তুই আমাকে তোর বাড়ির কাছে পেয়ে লাথি মেরেছিলি, মনে পড়ে সেই কথা!’ তখন ওই মাঝি দুই খুনির পায়ের কাছে মাথা দিয়ে হাউমাউ করে কেঁদে বলে, ‘আমাকে মাফ করে দাও। আমার আট মাস বয়সী শিশু বাচ্চা আছে। তোমাদের সঙ্গে আমারতো কোনও বিরোধ নেই। আমি নৌকা চালিয়ে কোনোরকমে জীবন চালাই।’ খুনিরা তখন বলে, ‘আমাদেরকে ১০ হাজার টাকা দে তাহলে তোকে মারবো না।’ মাঝি আরজু তাদের কথামতো  এক প্রতিবেশীর মোবাইল ফোনে কল করে টাকা চায় এবং বলে, ‘আমি বড় বিপদে আছি। আমাকে ১০ হাজার টাকা পাঠাও।’ কিন্তু টাকা না পাঠানোয় দুই খুনি বলে, ‘শালার জীবনের কোনও দাম নেই, শেষ করে দে।’ তখন এক খুনি সঙ্গে থাকা চাইনিজ কুড়াল দিয়ে মাঝি মাঝির মাথার পেছনে উপর্যুপরি ৩/৪টি আঘাত করে। মাঝির শরীর নিস্তেজ হয়ে এলে তারা পায়ের বাঁধন খুলে জীবিত দেহ বিলের পানিতে ফেলে দেয়। এরপর এক খুনি নৌকা চালু করে আর একজন হাল ধরে নৌকা হরদমা গোরস্থানের পাশে আনে। এরপর তারা সেখানে নৌকা রেখে নেমে চলে যায়।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকাল থেকে ওই মাঝি নিখোঁজ ছিল। এর পরদিন শুক্রবার (২৭ আগস্ট) নৌকাটি পাওয়া যায়। এরপর ২৮ আগস্ট মরদেহ উদ্ধারের পর তদন্তে নামে পুলিশ। রবিবার (২৯ আগস্ট) মধ্যরাতে বায়েজিদকে গ্রেফতার করে পুলিশ। অপর দুই খুনিকে ধরতে পুলিশের অভিযান চলছে দাবি করেন এসপি লিটন কুমার সাহা।

/এফআর/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা