X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ফ্লাইটে পাইলট নওশাদের জন্য নফল নামাজ পড়েন ক্রু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২১, ১৯:৫৪আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৪:১৬

ভারতের আকাশে উড়োজাহাজে হুট করেই নিথর হয়ে পড়েন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। তার সঙ্গে থাকা ফার্স্ট অফিসার মোস্তাকিম বোয়িং ৭৩৭-৮০০’র ককপিটের কন্ট্রোল নেন। পাইলটের অসুস্থতার খবরটি ফার্স্ট অফিসার মোস্তাকিম মেডিক্যাল ইমার্জেন্সে ঘোষণা করলেন। সব কিছু ঠিক করে অবতরণের জন্য প্রস্তুত কেবিন ক্রুরা। নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে হাতে আছে আরও কিছু সময়। পাইলটের সুস্থতা ও নিরাপদে অবতরণের জন্য দোয়া কামনা করে নফল নামাজে দাঁড়িয়ে গেলেন একজন কেবিন ক্রু।

১২৪ জন যাত্রী নিয়ে ওমানের মাস্কাট থেকে ঢাকার পথে আসছিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। গত শুক্রবার (২৭ আগস্ট) বিজি ০২২ ফ্লাইটে থাকা ক্রুদের বর্ণনায় ওঠে এসেছে সেদিনের ঘটনা। সেই ফ্লাইটে ১২৪ জন যাত্রী ছাড়াও ২ জন ককপিট ক্রু ও ৬ জন কেবিন ক্রু ছিলেন।

ফ্লাইটে থাকা একজন কেবিন ক্রু বাংলা ট্রিবিউনকে বলেন, হুট করে ককপিট থেকে ফার্স্ট অফিসার মোস্তাকিম জানালেন ক্যাপ্টেন নওশাদ অসুস্থ হয়ে পড়েছেন। ককপিটে গিয়ে আমরা তার অবস্থা দেখে বুঝতে পারি তিনি মারাত্মকভাবে হার্ট অ্যাটাক করেছেন। তার নিজের যে খারাপ লাগছে, কিংবা অসুস্থ বোধ করছেন- এ কথা বলারও সুযোগ পাননি। তিনি পুরোই কলাপ্স করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কেবিন ক্রু বলেন, আমি পাইলটের সুস্থতার জন্য দোয়া করেছি, যাত্রীদের জন্য দোয়া করেছি, নিজের জন্যও দোয়া করেছি। যেন আমরা সবাই নিরাপদে অবতরণ করতে পারি। দুই রাকাত নফল নামাজ পড়েছি।

পরে ফ্লাইটটি ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানের পাইলটকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩০ আগস্ট) সকালে মারা যান ক্যাপ্টেন নওশাদ।

প্রসঙ্গত,ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম ১৯৭৭ সালের ১৭ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালের ২০ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাইলট হিসেবে যোগদান করেন।

/সিএ/এমএস/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
বিদ্যুতের তার ছিঁড়ে ৫ জন মৃত্যুর ঘটনায় মানবাধিকার কমিশনের ক্ষোভ
ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
সর্বশেষ খবর
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে