X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ আগস্ট ২০২১, ২২:৫৮আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২২:৫৮

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আওয়ামী লীগের এক সভায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ গাছবাড়িয়ার তালুক নামক এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ইমতিয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই মাস আগে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আসিফ মোস্তফা কামাল নামে একজনকে সভাপতি করা হয়েছে, যার ওই কলেজে ছাত্রত্ব নেই। এ নিয়ে পদবঞ্চিতরা ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। গত ৩/৪ দিন আগে কলেজের ছাত্ররা তাকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করে। আজ হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের অনুষ্ঠানে মোস্তফা কামালকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে পদ বঞ্চিতরা ক্ষেপে যায়। এর জেরে এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৩/৪ জন নিহত হয়েছেন।’

আহতরা হলেন- জসিম, হেলাল ও রিপন। তাদের মধ্যে জসিম আওয়ামী লীগ নেতা। বাকিরা ছাত্রলীগের কর্মী।

সোমবার সন্ধ্যায় শোক দিবস ও ২১ আগস্ট উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রধান অতিথি ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মফিজুর রহমান বক্তব্য দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করার পরপরই ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পাশাপাশি কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজ পাওয়া যায়।  

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রলীগের কমিটিতে পদ পাওয়া এবং পদবঞ্চিতদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই দুই পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় অন্তত তিন/চার জন আহত হয়েছেন বলে শুনেছি। তবে কেউই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কোথাও চিকিৎসা নেননি। এখনও কাউকে আটক করা হয়নি।’

/এফআর/
সম্পর্কিত
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, সাধারণ শিক্ষার্থীদের ৬ দফা
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ