X
বুধবার, ২৭ অক্টোবর ২০২১, ১১ কার্তিক ১৪২৮

সেকশনস

শিক্ষার্থীদের টিকা না দিয়েই শুরু হচ্ছে ৭ কলেজের পরীক্ষা

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৫:৪২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও মিরপুর বাঙলা কলেজ) শিক্ষার্থীদের জন্য করোনা টিকার ব্যবস্থা করা হয়নি। এ অবস্থায় আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা শুরু হচ্ছে। এতে স্বাস্থ্যঝুঁকির শঙ্কায় পড়েছেন শিক্ষার্থীরা।

তারা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করা হয়েছে। তারপরও তারা অনলাইনে পরীক্ষা দিচ্ছেন। কিন্তু সাত কলেজের শিক্ষার্থীদের টিকার আওতায় না এনেই পরীক্ষা নেওয়ার ‍সিদ্ধান্ত হয়েছে।

এদিকে টিকা ছাড়াই পরীক্ষা নেওয়ার উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীদের একাংশ। গত সপ্তাহে শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা দেওয়ার সক্ষমতা যাচাইয়ের জন্য জরিপ করা হয়। ফলাফলে দেখা যায়, সাত কলেজের ৯২ শতাংশ শিক্ষার্থী অনলাইনে পরীক্ষা দিতে ইচ্ছুক।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আবাসিক হল বন্ধ রেখে সশরীরে পরীক্ষা নেওয়ার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অন্যতম দাবি, হল খুলে দিয়ে সশরীরে পরীক্ষা নেওয়া। 

ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব বলেন, টিকা দেওয়া ছাড়া সশরীরে পরীক্ষা নিতে যদি সাত কলেজ প্রশাসনের কোনও ঝুঁকি মনে না হয়, তাহলে হল খোলাতে ঝুঁকি কীসের? আমরা আবাসিক হল খুলে সশরীরে পরীক্ষা দিতে চাই।

শিক্ষার্থীদের টিকার বিষয়ে ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘সাত কলেজের অধ্যক্ষদের শিক্ষার্থীদের তালিকা দিতে বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে নিবন্ধন করে টিকা নিয়েছে, সেই ধরনের সহযোগিতা আমরা তাদেরকেও করবো। কিন্তু তাদের পক্ষ থেকে কোনও উদ্যোগ নেই।’

সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে গত ১৪ আগস্ট টিকার বিষয়ে কথা বলেছি। এ নিয়ে আমাদের কিছুটা বিড়ম্বনা আছে। কিন্তু শিক্ষার্থীদের টিকার বিষয়ে সুনির্দিষ্ট করে আমাদের কিছু বলেনি কর্তৃপক্ষ।’

টিকার ব্যবস্থা না করে সশরীরে পরীক্ষা নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চায়। এ কারণে আমরা দ্রুত পরীক্ষা নিয়ে নিচ্ছি।’

গত ১৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মাকসুদ কামালের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও সাত কলেজের অধ্যক্ষের এক বৈঠকে শিক্ষার্থীদের টিকা ছাড়াই সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

/এসএইচ/

সম্পর্কিত

১২ হাজার ভর্তি পরীক্ষার্থীর ৩৮০০ জনই অনুপস্থিত

১২ হাজার ভর্তি পরীক্ষার্থীর ৩৮০০ জনই অনুপস্থিত

ক্যাম্পাসে টিকাদানের উদ্যোগ শেকৃবি প্রশাসনের

ক্যাম্পাসে টিকাদানের উদ্যোগ শেকৃবি প্রশাসনের

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নাট্য পরিবেশন (ফটোস্টোরি)

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নাট্য পরিবেশন (ফটোস্টোরি)

ঢাবির থিয়েটার বিভাগের ‘শৈল্পিক’ প্রতিবাদ

ঢাবির থিয়েটার বিভাগের ‘শৈল্পিক’ প্রতিবাদ

কক্সবাজারে অনুষ্ঠিত হলো ডেন্টাল সেমিনার ও ট্রেড ফেয়ার

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৬:৫৯

পাইওনিয়ার ডেন্টাল কলেজ-এর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ২১ ও ২২ অক্টোবর কক্সবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়ে গেলো ডেন্টাল সেমিনার ও ট্রেড ফেয়ার।

অনুষ্ঠানে পাঁচজন অ্যালামনাই ডা. সমির বনিক, ডা. সাইফুল ইসলাম, ডা. মুবাস্সিরুল হক, ডা. ওয়াহিদুজ্জামান ও ডা. ইশরাত জেরিনের সঙ্গে পাঁচ মেধাবী আন্তর্জাতিক স্পিকার ডা. জিরাপাথ জানতারাত, ডা. হাউ কিম চুয়ান, ডা. ইয়োশিতাকা নিজিতমি, ডা. যোশেফ কেনিলি, ডা. মোহাম্মদ সালাহ তাদের বক্তব্য তুলে ধরেন।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডা. মো. আসাফুজ্জোহা রাজ। অনুষ্ঠানে আরও ছিলেন, অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল, ডা. মো. মুশাররফ হোসেন খন্দকার মুসা, অধ্যাপক ডা. আজিজুল হক, অধ্যাপক ডা. আকরাম পারভেজ, অধ্যাপক ডা. মোর্শেদ মাওলা, অধ্যাপক ডা. আরিফুর রহমান, মেজর জেনারেল (অব) অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন চৌধুরী, অধ্যাপক ডা. মো. আলি শিকদার, অধ্যাপক ডা. ওয়ারেস উদ্দিন, অধ্যাপক ডা. আব্দুল মালেক ভূইয়া, অধ্যাপক ডা. জালাল উদ্দিন মাহমুদ, অধ্যাপক ডা. রুহুল আমিন, ডা. মুমিনুল হক, ডা. অনুপম পোদ্দার, ডা. মির্জা আরিফ, ডা. হাসানুজ্জামান, ডা. লুবনা শারমিন, ব্রিগেডিয়ার জেনারেল ডা. আনিসুর রহমান, অধ্যাপক ডা. মোস্তাক সাত্তার পিনু, ডা. মিলন, ডা. নবী, ডা. খালেদ সাগর, ডা. কামাল, অধ্যাপক ডা. আজম খান, ডা. রেজা, ডা. জয়নাল আবেদিন, ডা. সরওয়ার কামাল, ডা. শেখ জাহেদ, ডা. শাহরিয়ার কাদের ফয়সাল, ডা. রিজওয়ান, ডা. সালাউদ্দিন আল আজাদ সোহাগ, ডা. ইমরুল, ডা. সারোয়ার, ডা. সনেটসহ এ পেশার প্রায় ছয় শতাধিক সদস্য।

অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল মেডিপ্লাস। অন্যান্যের মধ্যে ছিল এসকেএফ, পপুলার, স্কয়ার, জিসকা, হেলথ কেয়ার, ট্রেডার্স ও মেডলাইফ।

অনুষ্ঠানের জন্য শুভকামনা ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ স্যার, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কাশেম, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল প্রমূখ।

অনুষ্ঠান শেষে ছিল র‌্যাফেল ড্র। পৃষ্ঠপোষকতা করেছে মেডিপ্লাস।

নিবন্ধনের দায়িত্বে ছিলেন ডা. শামস জামান বাবু, ডা. হাসিবা চৌধূরী হিমি, ডা. জিয়াউর রহমান, ডা. শেখ মো. মইনুল হোসেন, ডা. সাইফুল্লাহ সারোয়ার, ডা. মোহাম্মদ মুক্তাদির হোসেন মুরাদ ও ডা. তানভীর ইসলাম।

 

 

/এফএ/

সম্পর্কিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়ছেন ৩৫ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়ছেন ৩৫ শিক্ষার্থী

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

চবিতে ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

চবিতে ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

জবির মেডিক্যাল সেন্টারে ভর্তি পরীক্ষা দিলেন ৩ শিক্ষার্থী

জবির মেডিক্যাল সেন্টারে ভর্তি পরীক্ষা দিলেন ৩ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়ছেন ৩৫ শিক্ষার্থী

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৬:৩৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় বি-ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা দিয়ে শুরু হয় ১০ দিনের এই পরীক্ষা। বিকাল সাড়ে ৩টায় শুরু হয় দ্বিতীয় শিফটের পরীক্ষা। বৃহস্পতিবার এক শিফটের মধ্য দিয়ে বি-ইউনিটের পরীক্ষা শেষ হবে। সব ইউনিট মিলে প্রতি আসনে লড়ছেন ৩৫ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রথম শিফটের পরীক্ষায় ১৪ হাজার ২২৩ পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা। দ্বিতীয় শিফটেও একই পরিমাণ শিক্ষার্থী অংশ নেবেন। বি-ইউনিটে এক হাজার ২২১ আসনের বিপরীতে ৪২ হাজার ৬৬৭ পরীক্ষার্থী অংশ নেবেন। সে হিসাবে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়ছেন ৩৫ শিক্ষার্থী।

বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার কলা ও মানববিদ্যা অনুষদ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষায় জালিয়াতি করলেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনও ধরনের ভর্তি জালিয়াতি ও অপকর্ম যাতে না হয়, সে বিষয় নিয়ে গত এক সপ্তাহ বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষভাবে কাজ করেছে। ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

এদিকে, পরীক্ষায় যেকোনও ধরনের জালিয়াতি রোধে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। সাদা পোশাকেও অবস্থান করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। যাতায়াতের সুবিধার্থে ১১ দফায় শাটল ট্রেন নগরীর বটতলী স্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে এবং ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশে ছেড়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চার ইউনিট ও দুটি উপ-ইউনিটের জন্য পরীক্ষা চলবে ৫ নভেম্বর পর্যন্ত। ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে। 

এ ছাড়া ৫ নভেম্বর ‘বি-১’ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবগুলো ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করবে এক লাখ ৮৩ হাজার ৮৬৩ শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৭ শিক্ষার্থী।

/এএম/

সম্পর্কিত

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

চবিতে ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

চবিতে ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

জবির মেডিক্যাল সেন্টারে ভর্তি পরীক্ষা দিলেন ৩ শিক্ষার্থী

জবির মেডিক্যাল সেন্টারে ভর্তি পরীক্ষা দিলেন ৩ শিক্ষার্থী

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৮:১৬

প্রথমবারের মতো অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ হয়েছে। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকাল ৫টায় গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) ফল প্রকাশ করা হয়। ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল জানা যাবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, পরীক্ষার ফল ওয়েবসাইট থেকে জানা যাবে। পরীক্ষার ১০০ নম্বরের ভেতর ৯৩.৭৫ পেয়ে এক শিক্ষার্থী প্রথম হয়েছেন। এ ছাড়া সর্বনিম্ন স্কোর মাইনাস ৭ পেয়েছেন এক শিক্ষার্থী। এ দিকে দুইটা উত্তরপত্র বাতিল হয়েছে এবং টেকনিক্যাল সমস্যার কারণে তিন জনের ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

গুচ্ছ পদ্ধতির ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর সারাদেশে ২২টি কেন্দ্রে একযোগে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাড়ে তিন হাজার আসনের বিপরীতে আবেদন করেন ৬৭ হাজার ১১৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়। আগামী ১ নভেম্বর বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ২২টি কেন্দ্রে বাণিজ্য বিভাগের (‘সি’ ইউনিট) ভর্তি পরীক্ষা হবে।

উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রাপ্ত স্কোর পাওয়ার পর গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ ভর্তি নির্দেশিকা ও ভর্তির শর্তপূরণ সাপেক্ষে আবেদনের প্রেক্ষিতে ভর্তির সুযোগ পাবেন। 

/এসএইচ/

সম্পর্কিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়ছেন ৩৫ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়ছেন ৩৫ শিক্ষার্থী

চবিতে ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

চবিতে ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

জবির মেডিক্যাল সেন্টারে ভর্তি পরীক্ষা দিলেন ৩ শিক্ষার্থী

জবির মেডিক্যাল সেন্টারে ভর্তি পরীক্ষা দিলেন ৩ শিক্ষার্থী

গুচ্ছ ভর্তি পরীক্ষায় শাবিতে উপস্থিতি ৯৫ শতাংশ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় শাবিতে উপস্থিতি ৯৫ শতাংশ

চবিতে ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৮:৪২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকের (সম্মান) ভর্তি পরীক্ষা আগামীকাল (২৭ অক্টোবর) শুরু হচ্ছে। প্রথম দিনে ‘বি’ ইউনিটের দুইটি শিফটে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪২ হাজার ৬৬৭ জন। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে উপাচার্যের কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, পরীক্ষায় যেকোনও ধরনের জালিয়াতি রোধে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। সাদা পোশাকেও অবস্থান করবে কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্যরা। যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের যাতায়াত বাড়ানো হবে কয়েক গুণ। মোট ১১ দফায় শাটল ট্রেন নগরীর বটলতলী স্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ক্যাম্পাস থেকে শহরের উদ্যেশ্যে ছেড়ে যাবে। 

তিনি বলেন, করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় সকাল-দুপুর দুই পর্বে পরীক্ষা হবে। সকালের পর্বের ভর্তিচ্ছুদের পৌনে ১০টায় কেন্দ্রে প্রবেশ করতে হবে। ওএমআর ফরম বিতরণ করা হবে সোয়া ১০টায়। প্রশ্নপত্র বিতরণ করা হবে বেলা ১১টায়। পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়। অন্যদিকে দুপুরের পর্বে ভর্তিচ্ছুরা সোয়া ২টায় কেন্দ্রে প্রবেশ করবেন। ওএমআর ফরম বিতরণ করা হবে পৌনে ৩টায়। প্রশ্নপত্র বিকাল সাড়ে ৩টায় বিতরণ করা হবে। আর পরীক্ষা শেষ হবে বিকাল সাড়ে ৪টায়।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের পরীক্ষা চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে। 

এ ছাড়া ৫ নভেম্বর ‘বি-১’ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবগুলো ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করবেন মোট এক লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৭ জন শিক্ষার্থী।

/এসএইচ/

সম্পর্কিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়ছেন ৩৫ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়ছেন ৩৫ শিক্ষার্থী

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

জবির মেডিক্যাল সেন্টারে ভর্তি পরীক্ষা দিলেন ৩ শিক্ষার্থী

জবির মেডিক্যাল সেন্টারে ভর্তি পরীক্ষা দিলেন ৩ শিক্ষার্থী

জবির মেডিক্যাল সেন্টারে ভর্তি পরীক্ষা দিলেন ৩ শিক্ষার্থী

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৪:৩৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রের অধীন গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের পরীক্ষায় বিশেষ ব্যবস্থাপনায় অংশ নিয়েছেন তিন পরিক্ষার্থী। রবিবার (২৪ অক্টোবর) দেশের ২২টি কেন্দ্রে ৬৭ হাজার ১১৭ পরীক্ষার্থীর মধ্যে জবি কেন্দ্রে আসন ছিল সাত হাজার ৭৯৩ জন পরীক্ষার্থীর। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জবিতে চার জন বিশেষ শিক্ষার্থী আবেদন করলেও অংশগ্রহণ করেন তিন জন। তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে পরীক্ষার ব্যবস্থা করা হয়। এরমধ্যে একজন শারীরিকভাবে প্রতিবন্ধী, একজন দৃষ্টি শক্তিহীন ও অপরজন অন্তঃসত্ত্বা। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইমদাদুল হক বলেন, ‘সমস্যায় থাকা ওই শিক্ষার্থী যাতে অন্যদের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান সে জন্যই বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়া হয়েছে। ভবিষ্যতে বিশেষ শিক্ষার্থীদের জন্য আমরা আরও সহায়তার হাত বাড়িয়ে দেবো।’

 

/টিটি/

সম্পর্কিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়ছেন ৩৫ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়ছেন ৩৫ শিক্ষার্থী

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

চবিতে ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

চবিতে ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

গুচ্ছ ভর্তি পরীক্ষায় শাবিতে উপস্থিতি ৯৫ শতাংশ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় শাবিতে উপস্থিতি ৯৫ শতাংশ

সর্বশেষসর্বাধিক
quiz

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

১২ হাজার ভর্তি পরীক্ষার্থীর ৩৮০০ জনই অনুপস্থিত

১২ হাজার ভর্তি পরীক্ষার্থীর ৩৮০০ জনই অনুপস্থিত

ক্যাম্পাসে টিকাদানের উদ্যোগ শেকৃবি প্রশাসনের

ক্যাম্পাসে টিকাদানের উদ্যোগ শেকৃবি প্রশাসনের

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নাট্য পরিবেশন (ফটোস্টোরি)

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নাট্য পরিবেশন (ফটোস্টোরি)

ঢাবির থিয়েটার বিভাগের ‘শৈল্পিক’ প্রতিবাদ

হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলাঢাবির থিয়েটার বিভাগের ‘শৈল্পিক’ প্রতিবাদ

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ঢাবি শিক্ষক সমিতির

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ঢাবি শিক্ষক সমিতির

ঢাবিতে আজ থেকে শুরু সশরীরে ক্লাস

ঢাবিতে আজ থেকে শুরু সশরীরে ক্লাস

ক্যাম্পাসেই টিকা নিতে পারবেন জবি শিক্ষার্থীরা

ক্যাম্পাসেই টিকা নিতে পারবেন জবি শিক্ষার্থীরা

শহীদ শেখ রাসেল দিবস পালন করবে ঢাবি

শহীদ শেখ রাসেল দিবস পালন করবে ঢাবি

ক্যাম্পাসেই টিকা নিতে পারবেন রাবি শিক্ষার্থীরা

ক্যাম্পাসেই টিকা নিতে পারবেন রাবি শিক্ষার্থীরা

সব বর্ষের শিক্ষার্থীরা ঢাবি হলে, ফুল-চকলেট-মাস্কে বরণ

সব বর্ষের শিক্ষার্থীরা ঢাবি হলে, ফুল-চকলেট-মাস্কে বরণ

সর্বশেষ

সুদানে কার্যক্রম স্থগিত করলো বিশ্ব ব্যাংক

সুদানে কার্যক্রম স্থগিত করলো বিশ্ব ব্যাংক

আমার অলিম্পিক পদক বাংলাদেশিদের অনুপ্রাণিত করবে: মার্গারিটা মামুন

আমার অলিম্পিক পদক বাংলাদেশিদের অনুপ্রাণিত করবে: মার্গারিটা মামুন

বাংলাদেশ সীমান্তে ফেনসিডিল রেখে ভারতে পালিয়ে গেলো চোরাচালানিরা

বাংলাদেশ সীমান্তে ফেনসিডিল রেখে ভারতে পালিয়ে গেলো চোরাচালানিরা

অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে নিহত ৬ রোহিঙ্গার পরিবারকে

অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে নিহত ৬ রোহিঙ্গার পরিবারকে

চীনের নতুন সীমান্ত আইন নিয়ে ভারতের উদ্বেগ

চীনের নতুন সীমান্ত আইন নিয়ে ভারতের উদ্বেগ

© 2021 Bangla Tribune