X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

৪ মাস পর চট্টগ্রাম থেকে সবজি রফতানি শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ আগস্ট ২০২১, ২১:৫০আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২১:৫৮

করোনা মহামারির কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবারও চট্টগ্রাম থেকে ইউরোপ-মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে সবজি রফতানি শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) বাংলাদেশ বিমানযোগে দুবাইয়ে প্রায় ২৫ টন সবজি পাঠানোর মধ্য দিয়ে এ রফতানি কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ম্যানেজার ওমর শরীফ।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘মহামারির আগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে প্রতি মাসে ২০০ টনেরও বেশি সবজি রফতানি হতো। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত চার মাস বন্ধ ছিল। আজ থেকে পুনরায় চট্টগ্রাম থেকে সবজি রফতানি শুরু হয়েছে। আজ প্রথম দিন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ২৫ টন সবজি দুবাই পাঠানো হয়েছে।’

জানা গেছে, স্বাভাবিক সময়ে চট্টগ্রাম থেকে ৬০ থেকে ৭০ পদের সবজি রফতানি হতো। এসব সবজির মধ্যে পটল, ঝিঙে, শসা, করলা, কাঁকরোল, বরবটি, শিম, কচুর লতি, কচু, লেবু, জলপাই, সাতকরা ও লাউ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সবজি রফতানিকারক সমিতির সাধারণ সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনার কারণে এতদিন চট্টগ্রাম থেকে সরাসরি সবজি রফতানি বন্ধ ছিল। এ সময় ঢাকা বিমানবন্দর দিয়ে রফতানিকারকরা কিছু সবজি রফতানি করলেও সেটি পরিমাণে অনেক কম ছিল। আজ থেকে সরাসরি রফতানি শুরু হওয়ায় সেই সংকট কেটে গেলো।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল, কুমিল্লা, তিন পার্বত্য জেলাসহ উত্তরবঙ্গ থেকে বিভিন্ন সবজি সরবরাহ করে সেগুলো স্বাস্থ্যসম্মত এবং পরিচ্ছন্নভাবে প্যাকেজিং করে রফতানির জন্য উপযুক্ত করা হয়। এরপর যথাযথ প্রক্রিয়া মেনে বিদেশে রফতানি করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ প্রবাসী মানুষ রয়েছে, তারাই রফতানি করা এসব সবজির প্রধান ক্রেতা।’

/এফআর/
সম্পর্কিত
পেঁয়াজ রফতানিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা ভারতের
ভালো খবর আসছে অর্থনীতিতে
আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে বহুমুখী করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’