X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

২২ কোটি টাকার চাল আত্মসাৎ: ১৯ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি
৩১ আগস্ট ২০২১, ২২:২৯আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২২:২৯

জালিয়াতির মাধ্যমে জিআর প্রকল্পের পাঁচ হাজার ৮২৩ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ ইউপি চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ (পিআইও) ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় আসামিদের বিরুদ্ধে জিআর প্রকল্পের চাল বিক্রি করে ২২ কোটি তিন লাখ ২১ হাজার ৫৯০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক। এর আগে, বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, ২০১৬-১৭ অর্থবছরে গোবিন্দগঞ্জ উপজেলায় ধর্মীয় সভার অনুকূলে পাঁচ হাজার ৮২৩ মেট্রিক টন জিআর প্রকল্পের চাল বরাদ্দ করা হয়। কিন্তু আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত জাল কাগজপত্র সৃজন করে বরাদ্দের চাল উত্তোলন করে কালোবাজারে বিক্রি করে ২২ কোটি তিন লাখ ২১ হাজার ৫৯০ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া গেছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

মামলার আসামিরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহরিুল ইসলাম, কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী, কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম (রফিক), শাখাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহাজুল ইসলাম, রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার, সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আলম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জজ, তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিবুর রহমান আতিক, নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদর প্রধান, রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের শাহদাত হোসেন, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরী মোস্তফা জগলুল রশদি রিপন, কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরফিুল ইসলাম রতন, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, শবিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেকেন্দার আলী মণ্ডল, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি হোসেন শামীম, গোবিন্দগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাপী বেগম ও গোবিন্দগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম। 

/এফআর/
সম্পর্কিত
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
ধর্ষণ মামলার পর বড় মনিরকে আ.লীগ থেকে অব্যাহতি
রমনায় বোমা হামলা মামলা: আপিল ও ডেথ রেফারেন্স শুনানি কবে?
সর্বশেষ খবর
ইরানের ওপর নিষেধাজ্ঞা জারির আহ্বান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর
ইরানের ওপর নিষেধাজ্ঞা জারির আহ্বান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর
ইসরায়েল থেকে বিমান আসা ও কেএনএফ নিয়ে যা বললো বিএনপি
স্থায়ী কমিটির প্রেস বিজ্ঞপ্তিইসরায়েল থেকে বিমান আসা ও কেএনএফ নিয়ে যা বললো বিএনপি
‘বিএনপি বিরোধিতা করলেও তাদের অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে’
‘বিএনপি বিরোধিতা করলেও তাদের অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে’
পেনাল্টি নিয়ে বিবাদ, চেলসি কোচ যা বললেন
পেনাল্টি নিয়ে বিবাদ, চেলসি কোচ যা বললেন
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান