X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে টিকা কেন্দ্রে পদদলিত হয়ে আহত ২০

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০২১, ২২:৪৪আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২২:৪৪
image

এক দিনে প্রায় ১১ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। তবে এই বিপুল মানুষকে টিকা দিতে গিয়ে জলপাইগুড়ি জেলার একটি টিকা কেন্দ্রে ঘটেছে পদদলনের ঘটনা। এতে আহত হয়েছে অন্তত ২০ জন।

অবশ্য স্থানীয়দের দাবি আহত হয়েছে ২০ জন। কিন্তু পুলিশ বলছে আহতের সংখ্যা ২০ জন আর পাঁচজনকে মারাত্মক অবস্থার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজ্যের উত্তরাঞ্চলীয় জেলা জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের একটি স্কুলকে বানানো হয় টিকাদান কেন্দ্র। ওই স্কুলের প্রবেশ পথে ভোর থেকে জড়ো হয় শত শত মানুষ। সমবেতরা মূলত আশেপাশের গ্রামের বাসিন্দা আর চা বাগানের শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টিকা কেন্দ্রের কাছে প্রায় দুই হাজার মানুষ সেখানে জড়ো হয়। আর সেখানে ভোরে পুলিশের কোনও উপস্থিতি ছিলো না।

সকাল দশটার দিকে পুলিশ উপস্থিত হয়ে স্কুলের গেট খুলে দিলে সমবেতরা দ্রুত একে অপরকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করতে যায়। হুড়োহুড়িতে বেশ কয়েক জন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি মাঠে পড়ে যায়। মানুষকে সাহায্য করতে গিয়ে আহত হয় এক পুলিশ সদস্যও।

পরে বেশি সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধারে এগিয়ে আসে স্থানীয়রাও।

জলপাইগুড়ি পুলিশ সুপারিটেন্ডেন্ট দেবশ্রি দত্ত বলেন, প্রায় ২০ জন আহত হয়। কিন্তু ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, অন্তত ৩০ জন আহত হয়েছে। আর আট জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত একদিনে ১০ লাখ ৯৯ হাজার ৪৩৭ জনকে টিকা দেওয়া হয়েছে। দিন শেষে টিকাপ্রদানের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তারা।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা