X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দাম বাড়াতে আমদানি কমিয়েছেন ব্যবসায়ীরা!

হিলি প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২১, ১৮:০২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৮:০২

ভারতের বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। পাশাপাশি দেশের বাজারে আমদানি করা পেঁয়াজের চাহিদাও কম। এ অবস্থায় চাহিদা ও দাম বাড়ানোর জন্য বন্দর দিয়ে আমদানি কমিয়েছেন ব্যবসায়ীরা। দেশের বাজারে চাহিদা ও দাম বাড়লে বন্দর দিয়ে আমদানি বাড়বে বলে জানিয়েছেন তারা। 

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে এখনও আসছে পেঁয়াজ। গড়ে প্রতিদিন বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক করে পেঁয়াজ আসছে। ভারত থেকে বর্তমানে নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ আসছে। বন্দরে ইন্দোর জাত পাইকারিতে ২৮ থেকে ২৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ আগের মতোই ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মেসার্স মারিয়া করপোরেশনের মালিক মোবারক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ভারত থেকে প্রতি টন পেঁয়াজ প্রকারভেদে ২৮০ থেকে ৩০০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। ভারতের মধ্যপ্রদেশ অঞ্চলের ইন্দোর থেকে ইন্দোর ও মহারাষ্ট্রের নাসিক অঞ্চল থেকে নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। প্রতিকেজি পেঁয়াজ ভারত থেকে কিনে বন্দরে পৌঁছানো পর্যন্ত ২৩ টাকা ৮০ পয়সা থেকে শুরু করে ২৫ টাকা ৫০ পয়সা পড়ে। এর মধ্যে শুধু গাড়ি ভাড়া লাগে ছয় টাকার মতো। এক ট্রাক পেঁয়াজের ভাড়া বাবদ পরিশোধ করতে হয় এক লাখ ৭০ থেকে ৮০ হাজার টাকা। তার ওপর কেজি প্রতি বাংলাদেশে শুল্ক পরিশোধ করতে হয় দুই টাকা ৭০ পয়সা। এরসঙ্গে হিলি স্থলবন্দরের খরচ, এলসি খরচ মিলিয়ে এক টাকা ৮০ পয়সার মতো খরচ পড়ে। সবমিলিয়ে খরচ পড়ে সাড়ে চার টাকা। 

তিনি আরও বলেন, ঘাটতিসহ পণ্যের গুণগত মান খারাপ হওয়ার বিষয়ও রয়েছে। একটি ৩০ টনের পেঁয়াজের ট্রাক ভারতের মোকামে লোড হওয়া থেকে শুরু করে বন্দরে পৌঁছানো পর্যন্ত ৪-৫দিনের মতো সময় লাগে। এই ৩০ টনের মধ্যে দুই ধরনের পেঁয়াজ পাওয়া যায়। এর মধ্যে পাঁচ থেকে সাত টন পেঁয়াজ থাকে খারাপ মানের। এ অবস্থায় সব খরচ মিলিয়ে বন্দরে পৌঁছানো পর্যন্ত প্রতিকেজি পেঁয়াজ প্রকারভেদে ২৮ টাকা ৩০ পয়সা থেকে শুরু করে ৩০ টাকার মতো খরচ পড়ে। আর বাজারে পাইকারিতে বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩২ টাকা কেজি দরে। 

ওই ব্যবসায়ীর দাবি, পেঁয়াজের দাম কম থাকায় লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। বাজারে দেশি পেঁয়াজ ৩৪ থেকে ৩৫ টাকার মধ্যে বেচাকেনা হচ্ছে। এ কারণে আমদানি হওয়া ভারতীয় পেঁয়াজের তেমন একটা চাহিদা নেই। এ কারণে বন্দর দিয়ে ১৫ থেকে ২০ ট্রাক করে পেঁয়াজ আমদানি আর কয়েকদিন অব্যাহত থাকবে। তবে পরে তা কমতে থাকবে। 

তিনি আরও জানান, কিছুদিন আগে ভারতে দাম কম থাকায় আমদানি করা পেঁয়াজে কিছু লাভ থাকতো। তবে এখন দাম বেড়ে  যাওয়ায় আমদানি কম হচ্ছে।  

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বন্দর দিয়ে দীর্ঘদিন ধরে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আগের তুলনায় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কিছুটা কম রয়েছে। গত সপ্তাহের ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত ছয় কর্মদিবসে ৮৫টি ট্রাকে দুই হাজার ৪৫০টন পেঁয়াজ এসেছে। চলতি সপ্তাহে ২৮ আগস্ট বন্দর দিয়ে ১১টি ট্রাকে ৩১৩টন পেঁয়াজ আসে। ২৯ আগস্ট ৫৬০টন, ৩১ আগস্ট ৩১ ট্রাকে ৮৮৮টন পেঁয়াজ এসেছে। আর চলতি সপ্তাহের তিন কর্মদিবসে বন্দর দিয়ে ৬২টি ট্রাকে এক হাজার ৭৬১টন পেঁয়াজ এসেছে। 

/টিটি/
সম্পর্কিত
ভরা মৌসুমে অস্থির কেন পেঁয়াজের বাজার?
ভারত থেকে ট্রেনে এলো ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ
ভারতীয় পেঁয়াজের প্রথম চালান আসবে রাতে
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী