X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শসার কেজি ৫ টাকা, হতাশায় কৃষক

মো. হেদায়েৎ হোসেন, খুলনা
০১ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৮:২২

গত বছর ভালো দাম পাওয়ায় এবার খুলনায় শসা চাষে বেশি আগ্রহী হন কৃষকরা। ফলে গত বছরের চেয়ে ৭৩ হেক্টর বেশি জমিতে শসা চাষ করেন। ফলনও হয়েছে বেশি। কিন্তু দাম নিয়ে হতাশ কৃষকরা। পাঁচ টাকা কেজিতে শসা বিক্রি করছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, এবার জেলার বিভিন্ন উপজেলায় সবজি ক্ষেত ও মৎস্য ঘেরের পাড়ে বিপুল পরিমাণ শসার চাষ হয়েছে। বাম্পার ফলন হয়েছে। প্রতিদিন ডুমুরিয়া, চুকনগর, আঠারো মাইল বাজারসহ আশপাশের বাজার থেকে বিভিন্ন জায়গার বেপারিরা এসে শসা কিনে নিয়ে যাচ্ছেন। শসার সঙ্গে বিভিন্ন ধরনের শাক-সবজিও কিনছেন তারা। 

তবে কৃষকরা জানিয়েছেন, এবার শসার ন্যায্যমূল্য পাচ্ছেন না। পাইকারিতে পাঁচ টাকা কেজিতে শসা বিক্রি করছেন। এতে তাদের লাভ হচ্ছে না।

খুলনা কৃষি অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর খুলনায় ৩৭৮ হেক্টর জমিতে শসা চাষ হয়েছে। এর মধ্যে রূপসায় ১৫০, ডুমুরিয়ায় ৮০, কয়রায় ৩৭, দিঘলিয়ায় ৩০, দাকোপে ২০, তেরখদায় ১৬, ফুলতলায় ১৫, বটিয়াঘাটায় ১৩, পাইকগাছায় ১১, দৌলতপুরে পাঁচ ও লবনচরায় দেড় হেক্টর জমিতে শসা চাষ হয়েছে।

খুলনা কৃষি অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. হাফিজুর রহমান বলেন, গত বছর খুলনায় ৩০৫ হেক্টর জমিতে শসা চাষ হয়েছিল। দাম ভালো পাওয়ায় এ বছর কৃষকরা আগ্রহী হয়েছেন। এবার ৩৭৮ হেক্টর জমিতে শসা চাষ হয়েছে। 

তিনি বলেন, শসা স্বল্প সময়ের সবজি। বীজ রোপণের ৩০-৩৫ দিনের মধ্যে ফল আসে। ফল আসার পর ৩৫-৪০ দিন পর্যন্ত গাছ ফল দেয়। ভালো পরিচর্যা এবং প্রয়োজনীয় সার দিলে এক একর জমি থেকে প্রতিদিন ছয়-নয় মণ পর্যন্ত শসা বিক্রি করা যায়। তবে এবার দাম কিছুটা কম।

ডুমুরিয়া উপজেলার টিপনা গ্রামের মো. ফারুক সরদার বলেন, এক একর জমিতে শসা চাষ করেছি। প্রতিদিন আট-নয় মণ শসা বিক্রি করছি। বাম্পার ফলন হয়েছে। কিন্তু দাম পাচ্ছি না। পাঁচ টাকা কেজিতে শসা বিক্রি করতে হয়। এত কষ্ট করেও লাভ হচ্ছে না। অথচ বাজারে শসার কেজি ৩০ টাকা।

পাঁচ টাকা কেজিতে শসা বিক্রি করছেন কৃষকরা

চুকনগরের কৃষক মেহেদী হাসান বাবলু বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার শসার ফলন ভালো হয়েছে। কিন্তু আমরা দাম পাচ্ছি না। পাঁচ-ছয় টাকা কেজিতে শসা বিক্রি করছি। এ জন্য লোকসানের মুখে পড়বো।

মির্জাপুরের সাবেক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন বলেন, এ বছর ১০ একর জমিতে শসা চাষ করেছি। তিন লাখ টাকা ব্যয় হয়েছে। প্রতিদিন ১০০ মণের ওপরে শসা বিক্রি করছি। ক্ষেত ও মাছের ঘেরে নিয়মিত আট জন শ্রমিক কাজ করেন। এ বছর শসার দাম কম হওয়ায় লক্ষাধিক টাকা লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে আমার।

ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন বলেন, উপজেলায় এ বছর শসার বাম্পার ফলন হয়েছে। ডুমুরিয়া, চুকনগর ও আঠারো মাইলসহ বিভিন্ন কাঁচা বাজার থেকে প্রতিদিন ট্রাকে ট্রাকে শসা দেশের বড় বড় শহরে যাচ্ছে। আশা করছি, চলতি বছর উপজেলায় হাজার টনের বেশি শসা উৎপাদন হবে। সরাসরি ব্যবসায়ীদের কাছে শসা বিক্রি করতে পারছেন কৃষকরা। তবে দাম কম হওয়ায় লাভ কম হচ্ছে কৃষকদের।

/এএম/
সম্পর্কিত
হিলিতে প্রথমবার কিনোয়া ও চিয়া সিড চাষ, নতুন সম্ভাবনা
হাত ঘুরলেই বাড়ে দাম, বৃথা ঝরে কৃষকের ঘাম
ভাইরাসের আক্রমণে শুকিয়ে যাচ্ছে ভুট্টা গাছ
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!