X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদের আত্মপ্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২১, ২০:০৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২০:০৭

বাংলাদেশে বিদ্যমান প্রথানির্ভর হিন্দু আইন সংস্কারের লক্ষ্যে এই আইনের অধীন হিন্দু, বৌদ্ধসহ বিভিন্ন সম্প্রদায়ভুক্ত বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের সমন্বয়ে ‘বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

বুধবার (১ সেপ্টেম্বর) অনলাইনে অনুষ্ঠিত এক সভায় সংগঠনের ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক অজয় দাশগুপ্ত। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  সংগঠন পরিচালনার জন্য সর্ব সম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এই সদস্য সংখ্যা পর্যায়ক্রমে ১০১ সদস্যে উন্নীত করা হবে। নবগঠিত এই সংগঠন হিন্দু আইন সংস্কারের জন্য অধিকতর গবেষণা, আলাপ-আলোচনা, জনমত গঠন এবং নিয়মতান্ত্রিক আন্দোলন পরিচালনা করবে।

সভা থেকে বিদ্যমান হিন্দু আইনের লিঙ্গ বৈষম্যসহ সকল প্রকার অসঙ্গতি নিরসনের জন্য  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রতি আবেদন জানানো হয়।

কেন্দ্রীয় কমিটির সভাপতি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ময়না তালুকদারকে। এছাড়া সহ-সভাপতি হয়েছেন মানবাধিকার কর্মী রিনা রায়, সাংবাদিক ও সমাজকর্মী সুভাষ সাহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নির্মল কুমার সাহা, সাধারণ সম্পাদক পদে আছেন সাংবাদিক ও সমাজকর্মী পুলক ঘটক, যুগ্ম সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সঞ্চিতা গুহ, পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিরু বড়ুয়া, কোষাধ্যক্ষ মানবাধিকার কর্মী  পুলক রাহা, দফতর সম্পাদক ক্লিনিকাল মনোবিজ্ঞানী মিতা রানী রায় চৌধুরী, প্রচার সম্পাদক সাংবাদিক সমিরন রায়, সাংস্কৃতিক সম্পাদক সংগীত শিল্পী ছন্দা রায়।

এছাড়া সদস্য হিসেবে কমিটিতে আছেন— সাংবাদিক অজয় দাশগুপ্ত, সুপ্রিম কোর্টের আইনজীবী তপন চক্রবর্তী, সমাজকর্মী   সুপ্রিয়া ভট্টাচার্য, সমাজকর্মী দীপালি চক্রবর্তী, মধুমিতা বড়ুয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী চিত্রা রায়, সমাজকর্মী কনক বিশ্বাস,  ঈশানী চক্রবর্তী,অধ্যাপক ডা. শিলা সেন,  ড. যশোদা জীবন দেবনাথ, ড. কেশব কুমার অধিকারী,  গোকুল কৃষ্ণ পোদ্দার,স্বপ্না রাণী বিশ্বাস, সুমনা গুপ্ত, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, চন্দন চক্রবর্তী, অ্যাডভোকেট রাজেশ পাল,  গীতা বিশ্বাস,অ্যাডভোকেট এম কে আচার্য রাকেশ,  পিন্টু সাহা, বাবলা সেন গুপ্ত,  লক্ষ্মী রানী বাড়ুই, অজন্তা দেব রায় এবং সুস্মিতা দে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়