X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ফেলে যাওয়া নবজাতককে সন্তান হিসেবে চান প্রবাসীর স্ত্রী 

কুমিল্লা প্রতিনিধি 
০১ সেপ্টেম্বর ২০২১, ২১:০০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৯

কুমিল্লার দেবিদ্বারে ফসলি খেতের পাশের নালা থেকে এক নবজাতক উদ্ধার হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকোট গ্রামের ‍ভূঁইয়া বাড়ির পাশে একটি ফসলি জমির পানি নিষ্কাশনের নালা থেকে পথচারীদের কানে ভেসে আসে শিশুর কান্না। পরে স্থানীয়রা সেখানে ভিড় জমান। এসময় শিশুটিকে কোলে তুলে নেন ভৈষেরকোট গ্রামের সিঙ্গাপুর প্রবাসী তাজুল ইসলামের স্ত্রী গৃহবধূ সালমা আক্তার। 

পরে খবর পেয়ে দেবীদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান কয়েকজন পুলিশ ও ইউপি সদস্যদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে শিশুটিকে শুরু থেকে দত্তক পাওয়ার আশায় ভৈষেরকোট গ্রামের প্রবাসী তাজুল ইসলামের স্ত্রী গৃহবধূ সালমা আক্তার ও বিরাম বাড়ির মাহবুব সরকারের স্ত্রী গৃহবধূ ডলি আক্তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা শিশুটি দেখভাল করছেন। তবে ডলি আক্তারের তিনটি পুত্র সন্তানই প্রতিবন্ধী। তাই তিনি শিশুটিকে দত্তক নেওয়ার জন্য বেশি চেষ্টা করছেন বলে জানা যায়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ কবির বলেন, দত্তক নিতে হলে অনেক আইনি জটিলতা রয়েছে। এ প্রক্রিয়ায় সমাজসেবা অধিদফতর, স্বাস্থ্য কমপ্লেক্স, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দফতরের সম্মতি থাকতে হবে। দত্তক নিতে আগ্রহীদের আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাইয়ের পর হস্তান্তরের ব্যবস্থা নিতে হবে। তার আগে অপেক্ষা করতে হবে শিশুটির বৈধ অভিভাবক কেউ আছে কিনা।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, উদ্ধার হওয়া নবজাতক শিশুটিকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকালে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেই। শিশুটির আসল পরিচয় খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। শিশুটির বৈধ অভিভাবকের সন্ধান পেতে স্থানীয়দের সহযোগিতা চেয়েছি।  তবে আমরাও তার পরিচয় জানার চেষ্টা করছি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া